এবার শুরু হচ্ছে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট!

promotional_ad

টি-টুয়েন্টি ক্রিকেটের পরে ক্রিকেটের নতুন আরেকটি ধারা বের করতে যাচ্ছে ইংল্যান্ড। এবার ইসিবির উদ্যোগে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে ১০০ বলের (ম্যাচ প্রতি) ক্রিকেট টুর্নামেন্ট! 


কাউন্টি খেলা ৮ টি দলের অংশগ্রহণে হবে এই টুর্নামেন্ট। ১৫ ওভার পর্যন্ত চিরায়িত নিয়মে (ছয় বলের ওভার) হলেও শেষ ওভারটি হবে দশ বলে! মোট পাঁচ সপ্তাহ ব্যাপি হবে এই টুর্নামেন্ট। লন্ডন, ম্যানচেস্টার, বির্মিংহামসহ মোট আঁটটি ভেন্যুতে হবে ১০০ বলের এই আসর।  


যদিও এখনো প্রস্তাবনার টেবিলে এই টুর্নামেন্ট। এমসিসি এবং ইংল্যান্ডের ফার্স্ট ক্লাস কাউন্টি দলগুলোকে এই প্রস্তাবনা দিয়েছে স্বয়ং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড! বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন বৃহস্পতিবারের সভা শেষে মিডিয়াকে জানান,


promotional_ad

'এই নতুন পরিকল্পনাটি তরুণদের ক্রিকেটের ব্যাপারে আরও উৎসাহিত করবে। ক্রিকেট আরও বেশি জনপ্রিয় হবে। তবে এই আসরটি পরিচালনা করাটা চ্যালেঞ্জিং। এটার জন্য যা যা করা লাগে আমরা করবো। 


'ক্রিকেট খেলাটাই আসলে নতুনত্বে ভরা। ভবিষ্যতের ক্রিকেটকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। লাল এবং সাদা বলের ক্রিকেটে ১৮ টি কাউন্টি দল আছে। এই ধরণের ক্রিকেটে সেই দলগুলোও সমর্থন পাবে, আর লভ্যাংশও।'


টেস্ট, ওয়ানডে বা পরবর্তীতে টি-টুয়েন্টি ক্রিকেটের পাশাপাশি দশ ওভারের ক্রিকেট বা সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট দেখা গেলেও এমন ঘরানার ক্রিকেট টুর্নামেন্ট এবারই প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball