নতুন কিছু শিখতেই 'ভুল' করছেন মমিনুল

promotional_ad

গত আসরে ঢাকা প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছিল গাজি গ্রুপ ক্রিকেটারস। আর সেবার ১৬ ম্যাচে ৩৮.৯৩ গড়ে ৫৮৪ রান করেছিলেন মমিনুল হক। সেবার সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুমিনুল হক ছিলেন ৭ নম্বরে। কিন্তু এবারের চিত্র পুরোপুরি ভিন্ন।


ডিপিএলের এই আসরে শিরোপার লড়াই থেকে প্রায় ছিটকে গেছে গাজি গ্রুপ। আর শেষ ১০ ম্যাচে মুমিনুল করেছেন যথাক্রমে ৫৭, ০, ১০, ১৩, ৪, ১, ১৬, ৪৬, ৪৭ ও ২। এবার সর্বোচ্চ রান সংগ্রাহকের ৩০ জনের শীর্ষ তালিকাতেও নেই মমিনুল!


আর দলের সেরা এই ব্যাটসম্যানের দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন গাজি গ্রুপ ক্রিকেটারসের কোচ সালাউদ্দিন। মিডিয়াকে তিনি জানান, 'মুমিনুলের ব্যাপারে আমি বলব যে, আমার কাছে যদি মনে হতো সে অফ ফর্মে আছে তাহলে আমি চিন্তিত থাকতাম। বা যদি তার টেকনিক্যাল সমস্যা থাকত তাহলেও আমি চিন্তিত থাকতাম। 


promotional_ad

'এগুলো কিছুই নেই, তাই আমি চিন্তিতও নই। সে যখন আউট হচ্ছে, সেদিন ৪-৫ বলেই আউট হয়ে যাচ্ছে। এটা যে কোনো বোলারের ক্ষেত্রে হতে পারে। সেটা হয়তো পার্টিকুলার কোনো বোলারের বিপক্ষে আউট হচ্ছে। সে হয়তো নতুন নতুন জিনিস শিখছে, যেগুলো এপ্লাই করতে গিয়ে এমন হচ্ছে।' 


একইসাথে দেশসেরা এই কোচের আশা খুব দ্রুতই বড় ইনিংস খেলবেন মমিনুল। 'আশা করি সে আরও বড় রান করবে। এখনও দুইটা ম্যাচ আছে। আশা করি সে কামব্যাক করবে।'


এদিকে চলতি আসরে আর মাত্র দুটি ম্যাচ আছে গাজির। একটি লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে, আরেকটি প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। এই দুই ম্যাচে ভুলের পুনরাবৃতি করবে না দলের ক্রিকেটাররা, এমন প্রত্যাশা কোচ সালাউদ্দিনের। 


'আমরা যে ভুলগুলো করেছি, সামনে হয়তো বা আরও বেশি ভুল করব। কিন্তু ছেলেরা যেন এগুলো থেকে শিক্ষা নিতে পারে। অনেক ম্যাচেই দেখা গেছে যে, একই ভুল পরেরবারও করছি। 


'তার মানে আমি কিছুই শিখছি না। প্রতিটা টুর্নামেন্টেই আপনি ভালো করবেন, তা নয়। কিন্তু ছেলেরা যদি শিখতে পারে, ওটাই আমার কাছে মনে হয় বড় পাওয়া।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball