পান্তের মাঝে ধোনিকে দেখছেন মরিসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্টার্ক ‘ম্যাজিকের’ পর সুপার ওভারে জিতল দিল্লি
২ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে অনেক নতুন অধিনায়কের অধীনে খেলছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে আইপিএলে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। আর শ্রেয়াস আইয়ারকে নতুন অধিনায়ক হিসেবে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলে প্রথমবারের মতো অংশ নেয়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল আর গুজরাট কিংসের নেতৃত্বে রয়েছেন হার্দিক পান্ডিয়া। যদিও অধিনায়ক হিসেবে ঋষভ পান্তের মধ্যে মহেন্দ্র সিং ধোনির ছায়া দেখছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন।

পান্তের প্রশংসা করে মরিসন বলেন, ‘আমি তার সবটাই খুব পছন্দ করি। সে খুবই আত্মবিশ্বাসী একজন মানুষ। এই গুণটা এমএস ধোনির মধ্যে রয়েছে। ঘরের সেরা আসনগুলির মধ্যে একটি হল, (যখন) আপনি একজন উইকেটরক্ষক হন।'
ঘরের মাঠে উইকেট মন্থর করে নিজেরাই বিপদে পড়ল লক্ষ্ণৌ
২ এপ্রিল ২৫
কোনো দলের অধিনায়ক উইকেটরক্ষক হলে এর সুবিধাও রয়েছে বলে মনে করেন মরিসন। একজন উইকেটরক্ষকই দেখতে পারে পুরো মাঠে কি ঘটছে। এর ফলে ম্যাচ থেকে অনেক ধারণা নিতে পারেন তারা। ঋষভ চাইলে ধোনিকে আরও বেশি অনুকরণ করতে পারেন বলেও পরামর্শ দিয়েছেন মরিসন।
তিনি বলেন, 'আপনি মাঠে কী ঘটছে, তা সবটা দেখতে পাবেন। আগে থেকেই আপনার একটা ধারণাও তৈরি হবে। এটি একটি বিশেষ গুণ। আপনি যদি এমএসডি (এমএস ধোনি) এর মতো বিষয়গুলি বুঝতে পারেন, তা হলে ভালো হবে। এই গুণটা ঋষভের রয়েছে। ওকে তাই অতিক্রম করা কঠিন।’