পাকিস্তানের পিচকে সড়কের সঙ্গে তুলনা করলেন টেলর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংরেজি বলতে না পারায় এক শতাংশও লজ্জিত নই: রিজওয়ান
১২ এপ্রিল ২৫
পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়েছে। এরপর রাওয়ালপিন্ডির উইকেটকে গড়পড়তার চেয়ে নিন্মমানের আখ্যা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমন সতর্কবার্তার পরও করাচিতে প্রায় একই রকমের উইকেট বানিয়েছে পাকিস্তান।
সেখানেও দেখা যাচ্ছে ব্যাটারদের রাজত্ব। অজিরা দুইদিনের বেশি ব্যাটিং করে রানের পাহাড় দাঁড় করিয়েছে। ৫৫৬ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে অজিরা। এমন অবস্থায় পাকিস্তানের পিচের করা সমালোচনা করেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলর।

তিনি পাকিস্তানের দুই টেস্টের উইকেটকে মহাসড়কের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, 'রাওয়ালপিন্ডি ও করাচিতে আমরা যে দুটি পিচ দেখেছি এগুলা মহাসড়ক। পিচ খুবই শক্ত ছিল এবং কোনো ঘাস দেখতে পাইনি। পাকিস্তানের বোলিং আক্রমণ বেশ ভালো, এই মুহূর্তে তাদের বেশ কয়েকজন গতিময় পেসার আছে। সাধারণভাবে আমার মনে হয় তারা তাদের সুবিধার কথা চিন্তা করেনি।'
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
পাকিস্তান দলের সবচেয়ে বড় শক্তি তাদের দলে বেশ কয়েকজন গতিময় পেসার রয়েছেন। এরপরও পাকিস্তান ক্রিকেট বোর্ড পেস বান্ধব উইকেট বানানোর সাহস দেখায়নি বলে বিস্মিত হয়েছে টেলর। তিনি সমালোচনা করে বলেছেন, 'দুর্ভাগ্যবসত এটা দেখাচ্ছে যে পাকিস্তানের ক্রিকেট কোথায় অবস্থান করছে। এই মুহূর্তে তাদের অনেক ভালো ক্রিকেটার রয়েছে এবং আমি তাদের কাছ থেকে আরেকটু সাহসী ক্রিকেট আশা করছিলাম।'
পাকিস্তান-অস্ট্রেলিয়ার সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই ঘরের মাঠে সিরিজ না হারার পণ নিয়ে নেমেছে তারা এমনটাই মনে করছেন টেলর। পাকিস্তানের ব্যাটিং লাইনআপটাও দারুণ। তাদের কথা চিন্তা করে হলেও স্পোর্টিং উইকেট বানানো যেতো বলে মনে করেন তিনি।
এই সাবেক অজি অধিনায়কের ভাষ্য, 'তারা হয়তো চিন্তা করেছি এই সিরিজটি হারা যাবে না। আমার এটাই চিন্তার কারণ। শুধু না হারতে চাওয়ার কারণেই এমন পিচ বানিয়েছে। পাকিস্তানের উইকেটে কখনও খুব বেশি ঘাস ছিল না। কিন্তু তাদের পেসারদের কথা চিন্তা করে উইকেট কিছু ঘাস রাখা দরকার ছিল। তাদের ব্যাটিংটাও বেশ ভালো। আমি ভালো উইকেট দেখতে পছন্দ করি। যেটা আমি প্রথম দুই টেস্টে দেখতে পাইনি এবং আমি মনে করি তাহলে খুব ভালো একটা সিরিজ হতো।'