promotional_ad

সিরাজ-বুমরাহদের সঙ্গী হলেন কৃষ্ণা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

১৫ এপ্রিল ২৫
আইসিসি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে চলমান ইংল্যান্ড সিরিজে জৈব সুরক্ষা বলয়ে বন্দি ভারতের ক্রিকেটাররা। সেই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন টেস্ট খেলার ধকল পোহাতে হয়েছে বিরাট কোহলিদের। যে কারণে ওভালে সিরিজের চতুর্থ টেস্টে বিশ্রাম পেতে পারেন ইশান্ত শর্মা-মোহাম্মদ সিরাজদের কেউ। তাই এই টেস্টের জন্য প্রসিধ কৃষ্ণাকে দলে অর্ন্তভুক্ত করেছে ভারত।


বুধবার (১ সেপ্টেম্বর) অফিসিয়াল বিবৃতিতে কৃষ্ণাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। মূলত টিম ম্যানেজমেন্টের অনুরোধে সপ্তম পেসার হিসেবে এই তরুণ পেসারকে দলে নিয়েছে তাঁরা। তবে সমৃদ্ধ পেস ইউনিট থাকায় বিকল্প পেসার হিসেবেই তাঁকে দলে ডাকা হয়েছে।


ইংল্যান্ড সিরিজের তিন ম্যাচে এখন পর্যন্ত ভারতের হয়ে সর্বোচ্চ ১০৮ ওভার বোলিং করেছেন জসপ্রিত বুমরাহ। বুমরাহর পরে মোহাম্মদ সিরাজ ১০১ ওভার ও ৯৭ ওভার বোলিং করেছেন মোহাম্মদ শামি। দলকে উইকেট এনে দিলেও টানা ম্যাচ খেলার পর বিশ্রাম পেতে পারেন তাদের মধ্যে যে কেউ।


promotional_ad

আর বল হাতে ছন্দ হারানোর পাশাপাশি ধারাবাহিক নন ইশান্ত শর্মা। হেডিংলিতে সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কোনো উইকেট নিতে পারেননি তিনি। এ ছাড়া দুশ্চিন্তার কারণে খেলেননি সিরিজের প্রথম টেস্ট। তাই ওভাল টেস্টে বিশ্রাম পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে তার।


হেডিংলি টেস্টের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও তেমনটাই ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। ইশান্তের সঙ্গে দলের কোনো ঝামেলা নেই বলেও জানিয়েছিলেন তিনি। টানা ম্যাচ খেলার কারণে মানসিক দিক বিবেচনায় পেস ইউনিটে কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে উল্লেখ করেছিলেন ভারতের দলপতি।


ইংল্যান্ড সফরে বাড়তি ক্রিকেটার হিসেবে ভারতের দলের সঙ্গে এসেছিলেন কৃষ্ণ। বুমরাহ, ইশান্ত, শামি, শার্দুল ঠাকুর ও সিরাজদের সঙ্গে অনুশীলনও করেছিলেন তিনি। সেখান থেকেই ডাক পেলেন ভারতের টেস্ট দলে। চলতি বছরের মার্চে ঘরের মাঠে এই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল কৃষ্ণর।


সেই সিরিজে ইংলিশদের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলে ৬.৯১ ইকোনোমিতে ৬টি উইকেট নিয়েছিলেন তিনি। এবার প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে দলে ডাক পেলেন ২৫ বছর বয়সি এই ডানহাতি পেসার। চোটের কারণে রবীন্দ্র জাদেজার খেলা নিয়ে শঙ্কা থাকায় চূড়ান্ত একাদশে সুযোগ পেয়েও যেতে পাারেন তিনি।


চতুর্থ টেস্টের ভারত দল: রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ইশ্বরন, পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, প্রসিধ কৃষ্ণ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball