promotional_ad

রুটকে দ্রুত ফেরানোর টোটকা দিলেন পানেসার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

১৫ এপ্রিল ২৫
আইসিসি

টেস্ট সিরিজে ভারতের চিন্তার কারণ হয়ে উঠেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। সিরিজের দুই ম্যাচেই ভারতীয় বোলারদের বেশ ভুগিয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। 


এরই মধ্যে দুই টেস্টে দুই সেঞ্চুরির সঙ্গে একটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রুট। সামনে আরও তিনটি টেস্ট রয়েছে। এর আগে রুটকে দ্রুত ফেরাতে পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসার।


promotional_ad

তিনি মনে করেন বুমরাহই পারেন রুটকে দ্রুত আউট করতে। এ ছাড়া সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি যেভাবে পরিকল্পনা করে রুটকে আউট করেছেন তাতে মুগ্ধ হয়েছেন পানেসার।


আরো পড়ুন

নাইটহুড পাচ্ছেন জেমস অ‍্যান্ডারসন

১২ এপ্রিল ২৫
ল্যাঙ্কাশায়ারের জার্সিতে জেমস অ্যান্ডারসন, ফাইল ফটো

তিনি বলেছেন, 'তাকে আউট করতে হলে ফিফথ স্টাম্প বরাবর বল করতে হবে এবং বল স্টাম্পের বাইরে রাখতে হবে। দ্বিতীয় ইনিংসে তার উইকেটটি বিরাটের পরিকল্পনা ছিল এবং বুমরাহ এটা বাস্তবায়ন করেছে দারুণভাবে। বিরাটকে আবারও পরিকল্পনা করতে হবে কিভাবে রুটকে আউট করবে। রুট পুল শট দারুণ ভালো খেলে তাই তাকে কোনোভাবেই শর্ট পিচ বল দেয়া যাবে না।'


ইতোমধ্যে ভারতের বিপক্ষে এই সিরিজে ৩৮৬ রান করে ফেলেছেন রুট। এর মধ্যে দুবার বুমরাহর শিকার হয়েছেন ইংলিশ দলপতি। পানেসার মনে করেন শুরু থেকেই চাপে রাখতে পারলে ইনিংস বড় করতে পারবেন না রুট। এর ফলে নিজের পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হবে তিনি।


পানেসারের ভাষ্য, 'রুট যখনই উইকেটে আসে বুমরাহকে বোলিংয়ে নিয়ে আসা উচিত বিরাটের। বুমরাহ এবং সিরাজ শুরু থেকেই ব্যাটসম্যানকে চাপে ফেলতে পারে। দ্বিতীয় ইনিংসে তারা রুটের সঙ্গে যেটা করেছে এবং এ কারণেই অধিনায়ক তার উইকেট হারিয়েছে।'


তিনি যোগ করেন, 'রুটকে আপনার হতাশ করতে হবে এবং তাকে জায়গা পরিবর্তন করতে বাধ্য করতে হবে। সে তার ব্যাটের ছন্দ পছন্দ করে। যদি সেই ছন্দ না থাকে তাহলে সে তার জায়গা পরিবর্তন করতে এবং পরিকল্পনায় পরিবর্তন আনবে। ভারতও এটাই চাইবে। এভাবেই ভারত রুটকে দ্রুত আউট করতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball