promotional_ad

অশ্বিনকে হতাশ করেছেন পান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

১৫ এপ্রিল ২৫
আইসিসি

ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন ঋষভ পান্ত। অস্ট্রেলিয়া সিরিজের পর ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ- উদীয়মান এই তারকার ব্যটিংয়ে মুগ্ধ সবাই। তবে ভারতীয় এই উইকেটরক্ষককে নিয়ে হতাশ তাঁর সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। এই স্পিনারের দাবি, বেশকিছু সময় পান্তের কাছ থেকে যথেষ্ট সাহায্য পাচ্ছেন না তিনি।


ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন অশ্বিন। বল হাতে ৩২ উইকেট নিয়ে হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারী। ব্যাট হাতে শতকও রয়েছে একটি। তবে এই সিরিজে তাঁর ডিআরএস নিয়ে নেয়া বেশকিছু সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে সমালোচনা। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর নেয়া বেশকিছু রিভিউ ভুল প্রমাণিত হয়েছে। আবার গুরুত্বপূর্ণ সময়ে রিভিউ না নেয়াতেও তৈরি হয়েছে বিতর্ক।


promotional_ad

সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে অশ্বিন উল্লেখ করেছেন, ভবিষ্যতে রিভিউ নেয়ার ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে তাঁকে। তবে ইংল্যান্ড সিরিজে এত বেশি ভুল সিদ্ধান্ত নেয়ার পেছনে পান্তকে দায়ী করছেন তিনি। অশ্বিন জানান, পান্তের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য পাচ্ছেন না তিনি। ব্যাটসম্যান পান্ত মুগ্ধ করলেও উইকেটরক্ষক হিসেবে তাঁর আরও উন্নতি করা দরকার বলেও মনে করেন তিনি।


আরো পড়ুন

নাইটহুড পাচ্ছেন জেমস অ‍্যান্ডারসন

১২ এপ্রিল ২৫
ল্যাঙ্কাশায়ারের জার্সিতে জেমস অ্যান্ডারসন, ফাইল ফটো

অশ্বিন বলেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে ডিআরএস নিয়ে আমার নেয়া সিদ্ধান্তগুলো খুবই ভালো ছিল। কারণ যখন আপনি এই ধরনের সিদ্ধান্ত নেবেন, তখন উইকেটরক্ষকের উপর আপনাকে অনেকাংশে নির্ভর করতে হবে। বল লাইনে পড়েছে কি না-তা উল্লেখ করে যুক্তিসহ প্রশ্ন করেছি। তবে যেখান থেকে আমি বল করি এবং বাউন্সের ব্যাপারে উইকেটরক্ষকের সাহায্য খুবই গুরুত্বপূর্ণ। এসব ব্যাপারে ঋষভ আমাকে বেশকিছু সময় হতাশ করেছে।’


এমনকি কোচ রবি শাস্ত্রীও অশ্বিনের নেয়া সিদ্ধান্তগুলোর ব্যাপারে অভিযোগ জানিয়েছেন বলে উল্লেখ করেছেন এই স্পিনার নিজেই। এই সমস্যা নিয়ে ইতিমধ্যে পান্তের সঙ্গে সরাসরি কথাও বলেছেন অশ্বিন। তবে ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে চান তিনি।


তিনি আরও বলেন, ‘আমি তাঁকে নিয়ে আলাদা করে কথা বলেছি এবং জানিয়েছি যে, এই নিয়ে আমাদের আলোচনা করা উচিত। কারণ রবি ভাই (রবি শাস্ত্রী) ডিআরএস নিয়ে নেয়া আমার বেশকিছু সিদ্ধান্তের ব্যাপারে অভিযোগ জানিয়েছে। তাই কোন ধরনের উন্নতি যদি করতেই হয় তাহলে আগামী সিরিজে আমি আরও ভালো ডিআরএস সিদ্ধান্ত নেব। সঠিকভাবে বিবেচনার জন্য আমি নিজেকে ধরে রাখবো। কারণ লাল মাটির পিচে এই ধরণের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball