promotional_ad

অধিনায়ক রাহানের 'হ্যাট্রিক', মেলবোর্নে সমতায় ফিরল ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

১৫ এপ্রিল ২৫
আইসিসি

অ্যাডিলেডে ৮ উইকেটে হারের পর মেলবোর্নে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের হারিয়ে সিরিজে সমতা এনেছে আজিঙ্কা রাহানের দল। প্রথমে ফিল্ডিং করে বিদেশের মাটিতে এই নিয়ে ১০ বছর পর কোন টেস্ট জিতল ভারত। অন্যদিকে ঘরের মাঠে টস জেতার পরও সর্বশেষ অস্ট্রেলিয়া হেরেছিল ২০১১/১২ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে।


বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্বে ছিলেন আজিঙ্কা রাহানে। এই টেস্টে জিতে মহেন্দ্র সিং ধোনির পাশে নাম লিখিয়েছেন তিনি। দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে টানা ৩ টেস্টে জয় নিয়ে মাঠ ছেড়েছেন রাহানে।


বিদেশের কোন ভেন্যুতে ভারতীয় দলের সবচেয়ে জয় এখন মেলবোর্নে। এই মাঠে ১৪ টেস্টে ৪টিতে জিতেছে তারা। ৩টি করে জয় আছে কুইন্স পার্ক ওভাল (ওয়েস্ট ইন্ডিজ), সাবাইনা পার্ক (ওয়েস্ট ইন্ডিজ), কলম্বো (শ্রীলঙ্কা)।


মেলবোর্নে ভারতের জয়ের ভিত গড়া হয়ে গেছিল তৃতীয় দিনই। ৬ উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শেষ করা অস্ট্রেলিয়া লিড নিয়েছিল ২ রানের। তবে চতুর্থ দিন সকালে এর সঙ্গে অজি ব্যাটসম্যানরা যোগ করেছেন মাত্র ৬৭ রান।


promotional_ad

২০০ রানে গুটিয়ে যাওয়ায় সফরকারী দলের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭০। সর্বোচ্চ ৪৫ রান করেন ক্যামেরন গ্রিন। এছাড়া ৪০ রান আসে ওয়েডের ব্যাট থেকে। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ নেন ৩৭ রানে ৩ উইকেট। ২টি করে উইকেট নেন জাদেজা, অশ্বিন ও বুমরাহ।


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

৭০ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত দলীয় ১৬ রানে মায়াঙ্ক আগারওয়ালকে হারানোর পর ১৯ রানে হারায় চেতেশ্বর পুজারাকে। তবে এরপর আর পেছনে ফিরতে হয়নি রাহানের দলকে। অধিনায়ক নিজেই দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন।


৮ উইকেটের জয় তুলে নেয়ার দিন রাহানে অপরাজিত ছিলেন ২৭ রানে। সঙ্গে শুভমান গিলের ব্যাট থেকে আসে ৩৫ রান। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স নেন একটি করে উইকেট। এর আগে প্রথম ইনিংসে ৩২৬ রানে অল আউট হয়েছিল ভারত।


অধিনায়ক রাহানে করেছিলেন ১১২ রান। তাকেই দেয়া হয়েছে ম্যাচ সেরার পুরস্কার। প্রথম ইনিংসে টস জিতে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে যোগ করেছিল মাত্র ১৯৫ রান। ৫৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন বুমরাহ। ৭ জানুয়ারি সিডনি অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টেস্ট।


সংক্ষিপ্ত স্কোর:


অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ১৯৫ অল আউট (৭২.৩ ওভার) (ল্যাবুশেন ৪৮, বুমরাহ ৪/৫৬)


ভারত প্রথম ইনিংস- ৩২৬ অল আউট (১১৫.১ ওভার) (রাহানে ১১২, লায়ন ৩/৭২)


অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস- ২০০ অল আউট (১০৩.১ ওভার) (গ্রিন ৪৫, সিরাজ ৩/৩৭)


ভারত দ্বিতীয় ইনিংস- ৭০/২ (১৫.৫ ওভার) (গিল ৩৫*, স্টার্ক ১/২০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball