সেলফি তুলতে গিয়ে সাবেক রঞ্জি ক্রিকেটারের মৃত্যু

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
পাহাড়ে ট্র্যাকিং করতে গিয়ে আর ফেরা হলো না শিখর গাওলির। রঞ্জি ট্রফির সাবেক এই ক্রিকেটার পাহাড়ে সেলফি তুলতে গিয়ে ২৫০ ফুট উঁচু থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন।
মহারাষ্ট্র দলের হয়ে রঞ্জি ট্রফিতে দুটি ম্যাচ খেলেছিলেন গাওলি। তবে সাবেক ক্রিকেটার থেকে ট্রেইনার পরিচয়ই বেশি উজ্জ্বল ছিল তাঁর। মৃত্যুর আগেও মহারাষ্ট্রের হয়ে ট্রেইনারের দায়িত্ব পালন করতেন তিনি।

ভারতের লগাতপুরি পুলিশ স্টেশনের ইনস্পেক্টর অশোক রত্নপারখি গাওলির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অশোক বলেন, 'আমরা এই ঘটনাকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে ফাইল করেছি।
গাওলির সঙ্গে থাকা তার বন্ধুরা আমাদের জানায়, সেলফি তুলতে গিয়ে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন গাওলি ও নিচে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। তবে আমরা ময়নাতদন্ত করব অবশ্যই। এরপর আমরা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করব।'
তাঁর মৃত্যুতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রিয়াজ বাগওয়ান শোক প্রকাশ করে বলেন, 'গাওলির মৃত্যুর খবরে আমরা এমসিএ পরিবার মর্মাহত। সপ্তাহদুয়েক আগে বাবাকে হারিয়ে শিখরের পরিবার কঠিন সময়ের মধ্যে ছিল। আমাদের দলে তার অভিজ্ঞতা খুবই কার্যকরী ছিল।'
ভারতের জাতীয় দলের ক্রিকেটার ও মহারাষ্ট্রের ব্যাটসম্যান কেদার যাদবের সঙ্গে বেশ ভালো বোঝাপড়া ছিল গাওলির। ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে পারতেন মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করা এই ট্রেইনার।
কেদার যাদব বলেন, 'তিনি খুবই কর্মঠ এবং সবার প্রতি নিষ্ঠাবান মনোভাব রাখতেন। ট্রেইনার হিসেবে তার তুলনা হয় না। সবসময় হাসিমুখে আমাদের উন্নতিই চাইতেন তিনি। আমিসহ মহারাষ্ট্র খেলোয়াড়রা তাকে অনেক মিস করবে।'