আইপিএলে খেলা হচ্ছে না গার্নির

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কাঁধের ইনজুরির কারণে এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা হচ্ছে হ্যারি গার্নির। চোটের কারণে ভ্যালিটি ব্লাস্টেও খেলা হচ্ছে না ইংল্যান্ডের এই পেসারের।
আগামী ১৯ সেপ্টেম্বর আরব আমিরাতের মাটিতে আইপিএলের এবারের আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। ক্রিকইনফোকে গার্নি নিশ্চিত করেছেন তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন না।

আইপিএলের গত আসরেও নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি। ৮ ম্যাচে তিনি নিয়েছিলেন ৭টি উইকেট। এর মধ্যে রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়পুরে ২৫ রানে ২ উইকেট নিয়ে দলকে জিতিয়েছিলেন তিনি।
৬৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ব্লাস্টের সর্বশেষ তিন আসরের সর্বোচ্চ উইকেট শিকারি গার্নি। আইপিএল হাতছাড়া হওয়ার চেয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে না খেলাই বেশি পোড়াচ্ছে গার্নিকে। এই টুর্নামেন্টে তার দল ছিল নটস আউটলস।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'এ বছর ক্রিকেট শুরু করার জন্য প্রত্যেকের মতো আমিও অপেক্ষায় ছিলাম। আমি ব্লাস্টে খেলতে না পেরে খুবই হতাশ। নটসের হয়ে আমার ক্যারিয়ারে দারুণ কিছু মুহূর্ত আছে এবং ট্রেন্ট ব্রিজে সঙ্গীদের নিয়ে শিরোপার জন্য লড়াই করার সঙ্গে আসলে কোনো কিছুর তুলনা চলে না। এক বছরের জন্য খেলা থেকে দূরে থাকা খুবই কঠিন।