প্রথম দেখায় শচিনকে ১০ বছরের বালক ভাবেন ওয়ার্ন!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্নের প্রায় তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শচিন টেন্ডুলকারের। অথচ রেকর্ডের বরপুত্র হিসেবে খ্যাত এই ব্যাটসম্যানকে প্রথম দেখাতে ১০ বছরের বালক হিসেবে মনে হয়েছিল ওয়ার্নের!
ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত সাউদাম্পটন টেস্টে ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন ওয়ার্ন। সেখানেই অন্যান্য ধারাভাষ্যকারদের সঙ্গে কথোপকথনের সময় টেন্ডুলকার প্রসঙ্গটি টানেন ৭০৮টি টেস্ট উইকেটের মালিক।

ওয়ার্ন বলেন, 'যখন প্রথম শচিনকে দেখি, তখন ওর বয়স ২১। কিন্তু দেখতে ১০ বছরের ছেলের মতো লাগছিল। আমাদের সব বোলারকেই সে ইচ্ছা মতো পিটিয়েছিল। এটাই হচ্ছে শচিনের বিশেষত্ব। যেখানে দেখতে লাগে অতি সাধারণ। কিন্তু খেলে অবিশ্বাস্য ভঙ্গিতে!'
ব্যাটসম্যান হিসেবে শচিনের বিশেষত্বও তুলে ধরেন ওয়ার্ন। মাঠে প্রতিপক্ষের ফিল্ডিং সাজানো দেখে বল সীমানা ছাড়া করার দারুণ দক্ষতা ছিল টেন্ডুলকারের। আর সেকারণেই সাফল্য পেয়েছেন তিনি নিজের ক্রিকেট ক্যারিয়ারে। ক্রিকেট বিধাতা তাঁকে দিয়েছেনও দুই হাত ভরে।
ওয়ার্নের ভাষ্যমতে, 'এই ধরনের ক্রিকেটাররা একটা ভাল বল পেলে তা ফিল্ডারের হাতে মেরে নষ্ট করে না। বরং দুই ফিল্ডারের ফাঁক দিয়ে তা সীমানার বাইরে পাঠানোর চেষ্টা করে। তাতে বোলাররা চাপে পড়ে যায়। শচিন সেটাই করত। এ ভাবে খেললে ব্যাটসম্যানেরা অনেক নির্বিষ বল পেয়ে থাকে। কিন্তু ব্যাটসম্যান যদি আক্রমণাত্মক না হয়ে উইকেট বাঁচায়, তা হলে বোলার মানসিক ভাবে শক্তিশালী হয়ে যায়। তখন উইকেটের যেখানে খুশি বল ফেলা যায়। বোলার ভাবে, এই ব্যাটসম্যান আর যাই করুক, তাকে মারবে না।'