promotional_ad

কোহলি একশ শতকের লক্ষ্যে খেলছেন: ইরফান

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শচিন টেন্ডুলকারের একশ সেঞ্চুরির রেকর্ড ভাঙার দিকেই নজর বিরাট কোহলির, এমনটাই অনুমান দেশটির সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের।


স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে ইরফান বলেন, 'একশটা সেঞ্চুরি! আমি নিশ্চিত সে (কোহলি) এটা নিয়ে চিন্তা করে। যদিও সে এটা নিয়ে কথা বলে না। তবে যদি কেউ শচিনের এই রেকর্ড অতিক্রম করে, তাহলে সেই একমাত্র। অল্প সময়ের মাঝেই সে শচিনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে।'


promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যেই ৭০টি সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি। বয়স মাত্র ৩১, অবসরে যেতে আরও লম্বা সময় বাকি ডানহাতি এই ব্যাটসম্যানের। 


একশ সেঞ্চুরির রেকর্ড ভাঙার জন্য সবকিছুর আগে চাই ফিটনেস, আর এদিক বিবেচনায় কোহলির কাছাকাছি কেউ নেই- মানছেন ইরফান।


তিনি আরও বলেন, 'শচিনের এই যাত্রায় আমি তাঁর সঙ্গে ছিলাম। এমনকি তাঁর একশতম শতকের সময়েও ছিলাম। আমি মনে করি এই রেকর্ড যদি কেউ ভাঙে সেটা অবশ্যই কোনও ভারতীয় হবে। কোহলির সেই সামর্থ্য আছে।


এই রেকর্ড অতিক্রম করার জন্য সবকিছুর আগে ফিটনেস দরকার। যেটা কোহলির আছে। কোহলি সম্ভবত আর ৩০টি সেঞ্চুরি দূরে আছে। অবসরের আগে সে এটা সহজেই অতিক্রম করতে পারবে। আমার মনে হয় সে এই লক্ষ্য নিয়েই খেলছে।'


দেশের হয়ে এখন পর্যন্ত ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ানডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলেছেন কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে ২১ হাজার ৯০১ রান করেছেন তিনি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball