কোহলি একশ শতকের লক্ষ্যে খেলছেন: ইরফান

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
শচিন টেন্ডুলকারের একশ সেঞ্চুরির রেকর্ড ভাঙার দিকেই নজর বিরাট কোহলির, এমনটাই অনুমান দেশটির সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের।
স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে ইরফান বলেন, 'একশটা সেঞ্চুরি! আমি নিশ্চিত সে (কোহলি) এটা নিয়ে চিন্তা করে। যদিও সে এটা নিয়ে কথা বলে না। তবে যদি কেউ শচিনের এই রেকর্ড অতিক্রম করে, তাহলে সেই একমাত্র। অল্প সময়ের মাঝেই সে শচিনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে।'

আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যেই ৭০টি সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি। বয়স মাত্র ৩১, অবসরে যেতে আরও লম্বা সময় বাকি ডানহাতি এই ব্যাটসম্যানের।
একশ সেঞ্চুরির রেকর্ড ভাঙার জন্য সবকিছুর আগে চাই ফিটনেস, আর এদিক বিবেচনায় কোহলির কাছাকাছি কেউ নেই- মানছেন ইরফান।
তিনি আরও বলেন, 'শচিনের এই যাত্রায় আমি তাঁর সঙ্গে ছিলাম। এমনকি তাঁর একশতম শতকের সময়েও ছিলাম। আমি মনে করি এই রেকর্ড যদি কেউ ভাঙে সেটা অবশ্যই কোনও ভারতীয় হবে। কোহলির সেই সামর্থ্য আছে।
এই রেকর্ড অতিক্রম করার জন্য সবকিছুর আগে ফিটনেস দরকার। যেটা কোহলির আছে। কোহলি সম্ভবত আর ৩০টি সেঞ্চুরি দূরে আছে। অবসরের আগে সে এটা সহজেই অতিক্রম করতে পারবে। আমার মনে হয় সে এই লক্ষ্য নিয়েই খেলছে।'
দেশের হয়ে এখন পর্যন্ত ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ানডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলেছেন কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে ২১ হাজার ৯০১ রান করেছেন তিনি।