promotional_ad

ইংল্যান্ডের মাটিতে মাসুদ নিজেকে প্রমাণ করেছে: মিসবাহ

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যানচেস্টার টেস্টে দারুণ এক সেঞ্চুরি করেছেন পাকিস্তানের ওপেনার শান মাসুদ। এই সেঞ্চুরিটি করে ইংল্যান্ডের মাটিতে নিজের সামর্থ্যের প্রমাণ করেছেন মাসুদ- এমন মন্তব্য করেছেন পাকিস্তানের কোচ মিসবাহ উল হক।


৩০ বছর বয়সি মাসুদ ২০১৬ সালের ইংল্যান্ড সফরে তেমন কিছুই করতে পারেননি। সেবারের সফরে তাঁর গড় ছিল মাত্র ১৭.৭৫।



promotional_ad

কিন্তু এবারের ইংল্যান্ড সফরের শুরুতেই ব্যতিক্রমী মাসুদকেই দেখা গেল। উইকেটে প্রায় আট ঘণ্টা ব্যাটিং করেছেন তিনি। স্টুয়ার্ট ব্রডের বলে লেগ বিফোর উইকেটের শিকার হওয়ার আগে করেন ৩১৯ বলে ১৫৬ রান।


তাঁর এমন ইনিংস প্রসঙ্গে মিসবাহ বলেন, 'সে (মাসুদ) অসাধারণ খেলেছে। ব্রড, অ্যান্ডারসন, ওকস এবং আর্চারদের পেস আক্রমণ সে দারুণভাবে সামলে নিয়েছে। এমনকি উইকেট যখন একটু টার্ন করছিল, তখন অফ স্পিনার বেসের বলও সে খুব ভালোভাবে খেলেছে।


এটা ছিল দারুণ এক প্রদর্শনী। তাঁর পরিশ্রম সফলতা খুঁজে পেয়েছে। ইংল্যান্ডের মাটিতে সে নিজেকে প্রমাণ করেছে। আমি খুবই খুশি। কেননা এটা শুধুই সেঞ্চুরি নয়, সেঞ্চুরির চাইতেও বড় রানের ইনিংস।'



পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩২৬ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে চার উইকেটে ৯২ রান করেছে ইংল্যান্ড।


মিসবাহ আরও বলেন, 'সে যদি শুধু সেঞ্চুরি করত, তাহলে আমরা বিপদে পড়তে পারতাম, কিন্তু সে সে দেড়শ অতিক্রম করেছে। এটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার ছিল।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball