promotional_ad

ভারতকে নিয়ে সত্য বলতে দ্বিধা করেন না আফ্রিদি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছরের মে মাসে কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে নিয়ে বিরূপ মন্তব্য করেন শহীদ আফ্রিদি। ভারতের প্রধানমন্ত্রীর মস্তিষ্ক করোনাভাইরাসের চাইতেও ক্ষতিকারক উল্লেখ করে ব্যাপক আলোচনার জন্ম দেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।


সেই রেশ কাটতে না কাটতে আবারো বিতর্ক উসকে দিয়েছেন আফ্রিদি। ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন সত্য বলতে কখনোই পিছপা হবেন না। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধেও এই নীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। 



promotional_ad

নিজের মতামত প্রকাশে অবিচল থাকার কথা জানিয়ে আফ্রিদি বলেন, 'সবসময় সত্যি কথা বলা উচিত। মানবতা সবকিছুর ওপরে। তাই কখনো নিজের মতামত প্রকাশ করতে দ্বিধাবোধ করি না; সেটা ভারতকে নিয়ে হলেও।'


মে মাসে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়েছিলেন শহীদ আফ্রিদি। সেখানে গিয়ে এক জনসভায় মোদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। আফ্রিদি বলেছিলেন, 'আমি আজ একটা সুন্দর গ্রামে এসেছি। আমি খুব আনন্দ পেয়েছি এখানে এসে। আমি আপনাদের এখানে আসব বলে অনেকদিন থেকেই পরিকল্পনা করেছিলাম। এক ভয়ঙ্কর মহামারিতে ছেয়ে গেছে। কিন্তু তার থেকেও বড় রোগ লুকিয়ে রয়েছে মোদির মনে। সেটা করোনাভাইরাসের চেয়েও ক্ষতিকারক।'


মোদির প্রতি বিদ্বেষ অবশ্য এটাই প্রথম নয় আফ্রিদির। এর আগে পাকিস্তান এবং ভারতের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক নিয়েও মোদিকে দোষারোপ করেছিলেন তিনি। মোদি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দুই দেশের সম্পর্কের উন্নতি হবে না বলে উল্লেখ করেন আফ্রিদি। তিনি বলেন, 'যতদিন মোদি ক্ষমতায় আছেন, ততদিন ভারত-পাকিস্তান সম্পর্কের কোনো উন্নতি সম্ভব হবে না।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball