নতুন মাইলফলকের সামনে মিরাজ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) ইন্দোরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে সফরকারী বাংলাদেশ। এই ম্যাচের আগে একশতম উইকেটের কাছে অবস্থান করছেন দলের তরুণ অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
টেস্টে উইকেটের সেঞ্চুরি পেতে হলে দুই ইনিংস মিলিয়ে ১১টি উইকেট প্রয়োজন মিরাজের। অবশ্য প্রথম টেস্টে এই মাইলফলক স্পর্শ না করতে পারলেও সুযোগ হাতছাড়া হচ্ছে না তাঁর। ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে আবারো এই সুযোগ পাবেন তিনি।

২২ বছর বয়সী এই তরুণ ২০ টেস্টে ৮৯ উইকেট শিকার করেছেন। যেখানে ৭ বার ৫ উইকেট এবং ২ বার ১০ উইকেট নেয়ার কীর্তি রয়েছে তাঁর। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চার নম্বরে অবস্থান মিরাজের।
তাঁর সামনে রয়েছেন মোহাম্মদ রফিক, তাইজুল ইসলাম এবং সাকিব আল হাসান। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলা রফিক ৩৩ ম্যাচে ১০০ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন।
২৫ ম্যাচে ১০৫ উইকেট নিয়ে তাইজুল রয়েছেন দুই নম্বরে। তবে এক নম্বরে থাকা সাকিব সকলের ধরা ছোঁয়ার বাইরেই থাকছেন। কারণ ৫৬ ম্যাচে তাঁর শিকার ২১০ উইকেট। দলের সেরা এই ক্রিকেটারকে অবশ্য ভারত সফরে পাচ্ছে না বাংলাদেশ। জুয়াড়ির প্রস্তাবের কথা আইসিসিকে অবগত না করায় দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট নিয়ে অবসরে যান তিনি। দুই নম্বরে আছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। ১৪৫ ম্যাচে ৭০৮টি উইকেটের মালিক তিনি।
তালিকার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে অনিল কুম্বলে, জেমস অ্যান্ডারসন ও গ্লেন ম্যাকগ্রা। ১৩২ ম্যাচে ৬১৯ উইকেট শিকার করেন কুম্বলে। যেখানে ১৪৯ ম্যাচে ৫৭৫ উইকেট অ্যান্ডারসন এবং ১২৪ ম্যাচে ৫৬৩ উইকেট পান ম্যাকগ্রা।