promotional_ad

বাংলাদেশ-ভারত টেস্টের টিকেট নিয়ে কাড়াকাড়ি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের মাটিতে এবারই প্রথম দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে আগামী ১৪ নভেম্বর ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।


এই ম্যাচের টিকেট নিয়ে হাহাকার শুরু হয়ে গেছে। মাত্র চারদিনেই ম্যাচের সেশনভিত্তিক টিকেটের ৪০ শতাংশ বিক্রি হয়ে গেছে। ইন্দোরের এই স্টেডিয়ামের পরিচালনায় থাকা মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) জানিয়েছে, বাংলাদেশ-ভারতের এই ম্যাচের টিকেট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে।


promotional_ad

এ প্রসঙ্গে এমপিসিএ চেয়ারম্যান অভিলাশ খন্দকার বলেছেন, ‘দর্শকরা ইতোমধ্যে ৭ হাজার টিকেট কিনে নিয়েছে। সিজন টিকেট বাকি রয়েছে আর মাত্র ৯ হাজার। যদিও সিজন টিকেট ছাড়া আমরা প্রতিদিনের টিকেটও বিক্রি করছি।’


হলকার ক্রিকেট স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ২৭ হাজার। যার মধ্যে ১৬ হাজার টিকেট বিক্রির জন্য থাকছে। বাকি আসনগুলো স্পন্সর, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্মকর্তা, মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সদস্য, সাবেক অধিনায়ক, বিশিষ্ট ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকবে।


সেশনভিত্তিক টিকেটের সঙ্গে প্রতিদিনেরও টিকেট বিক্রি করা হচ্ছে। ৩ নভেম্বর সকাল ৬টা থেকে ইন্দোর টেস্টের ক্রিকেট বিক্রি শুরু হয়। চলবে ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিভিন্ন ক্যাটাগরিতে ৩১৫ রুপি থেকে ১৮৪৫ রুপিতে বিক্রি হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্টের টিকেট।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball