ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির সামর্থ্য আছে বাবরের!

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১১৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন বাবর আজম। টপ অর্ডার এই ব্যাটসম্যানের ইনিংসটি দেখার পর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মনে করছেন, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানোর সামর্থ্য আছে বাবরের।
‘আমি বাবরকে বলেছি যে, আমি তার কাছে লম্বা ইনিংস চাই। তাকে এটাও বলেছি যে সে ৫০ রান করার মতো ব্যাটসম্যান না। সে চাইলে ১০০, ১৫০ বা ২০০ রান করতে পারে।
পাকিস্তানের ধারাবাহিক পারফর্মার বাবর। এই দলটির মেরুদণ্ডও সে। তার সেভাবেই ব্যাটিং করা উচিত।’ বলেছেন আফ্রিদি।
বাবরের সেঞ্চুরিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। দেশের হয়ে ২১টি টেস্ট এবং ৭৩টি ওয়ানডে খেলেছেন বাবর। টেস্টে একটি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরিসহ এক হাজার ২৩৫ রান করছেন তিনি।
১১টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ সেঞ্চুরিতে ওয়ানডেতে ৩ হাজার ৩২৮ রানের মালিক ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। এ ছাড়া ৩০টি টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ এক হাজার ২৪৭ রান। যেখানে ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে।
