এশিয়া কাপ পাকিস্তানে না হলে দায়ী ভারত!

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
২০২০ সালের এশিয়া কাপ আয়োজন করার কথা পাকিস্তানের। এশিয়ার ক্রিকেটের এই জমজমাট আসর পাকিস্তানের মাটিতে না হলে ভারতের অনিচ্ছার কারণেই হবে না, এমনটা মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপের ভেন্যুর ব্যাপারে এখনো কোনো মতামত দেয়নি। তবে নিজেদের মাটিতে ভারতকে আতিথ্য দিতে প্রস্তুত পাকিস্তান, এমনটাও জানিয়েছেন ওয়াসিম।
তিনি বলেন, ‘আমাদের দেখতে হবে এশিয়া কাপের জন্য ভারত আসে কিনা। পরের বছরের সেপ্টেম্বর মাস আসতে আরও দেরি। কিন্তু জুন মাসের মধ্যে তাদের মতামত জানতে হবে আমাদের। এশিয়া কাপ যদি এখানে না হয়, তাহলে ভারতের অনিচ্ছার কারণেই হবে না।’
‘এই সিদ্ধান্ত এখনও নেয়া হচ্ছে না। এখানে আইসিসি এবং এসিসির মতামত প্রয়োজন। আমাদের তরফ থেকে আমরা ভারতকে আতিথ্য দিতে প্রস্তুত।’ যোগ করেন পিসিবির প্রধান নির্বাহী।
লম্বা সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয় না। সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী ওয়াসিম। যদিও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে মন্তব্য করেননি তিনি।
ওয়াসিম আরও বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো। তবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে আমাদের মতামত নেই। দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য আমরা তাদের পেছনে দৌড়াতে পারি না।’
