আফ্রিদি-ওয়াটসনদের সঙ্গে স্টেইন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরো টি-টোয়েন্টি স্লাম। এই টুর্নামেন্টে খেলবেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন।
এরইমধ্যে আইকন ক্রিকেটার হিসেবে স্টেইনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। ছয়টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৩০ অগাস্ট । রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দলই একে অন্যের মুখোমুখি হবে টুর্নামেন্টে।

আইকন ক্রিকেটার হিসেবে এর আগে ঘোষণা করা হয় শহীদ আফ্রিদি, ক্রিস লিন, শেন ওয়াটসন, বাবর আজম, ব্রেন্ডন ম্যাককালাম এবং লুক রঙ্কির নাম। এবার সপ্তম আইকন ক্রিকেটার হিসেবে যুক্ত হলো স্টেইনের নাম।
তারকা ক্রিকেটারদের মধ্যে ইয়ন মরগান, জেপি ডুমিনি, ইমরান তাহির এবং রশিদ খানরাও এই টুর্নামেন্টে অংশ নেবেন বলে শোনা যাচ্ছে।
কাঁধের চোটের কারণে বিশ্বকাপের একটি ম্যাচও খেলা হয়নি স্টেইনের। গত আইপিএলে কাঁধে চোট পেয়েছিলেন এই প্রোটিয়া পেসার। এরপর থেকেই মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাঠ ফিরতে যাচ্ছেন এই প্রোটিয়া। ৩৬ বছর বয়সী স্টেইন ৯৩টি টেস্টে শিকার করেছেন ৪৩৯ উইকেট। ১২৫ ওয়ানডে খেলে নিয়েছেন ১৯৬ উইকেট।