promotional_ad

নিজের শতভাগ দেওয়ার প্রতিশ্রুতি আমিরের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অনেক জল্পনা-কল্পনার পর পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা মিলেছে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। দলে ফিরেই উচ্ছ্বসিত ২৭ বছর বয়সী এই পেসার, দিয়েছেন শতভাগ উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও।


সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন নিজের ভক্ত সমর্থকদের। আমির লিখেছেন,


'আলহামদুলিল্লাহ, পাকিস্তানের বিশ্বকাপ দলের অংশ হতে পেরে আমি গর্বিত। ইনশাআল্লাহ আমি শতভাগ দিতে যাচ্ছি। আমরা চেষ্টা করব এবং আমাদের জাতিকে গর্বিত করব। সমর্থকদের অজস্র ভালোবাসার জন্য ধন্যবাদ। আমাদের আরও বেশি দোয়া দরকার।'



promotional_ad

মূলত ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্মেন্স করার পুরস্কার পেয়েছেন আমির। দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক স্কোয়াড ঘোষণার সময়ই এমনটা জানিয়েছেন।


চ্যাম্পিয়ন্স ট্রফির পর ১৫ ওয়ানডে খেলে মাত্র পাঁচটি উইকেট নিতে পেরেছেন আমির। বাজে পারফর্মেন্সের কারণে এর আগে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ঠাই হয়নি তাঁর। 


সোমবার দিন আবারো বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার আমিরের পাশাপাশি জায়গা মিলেছে পেসার ওয়াহাব রিয়াজ এবং ব্যাটসম্যান আসিফ আলির।


পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডঃ



সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, আসিফ আলি এবং ওয়াহাব রিয়াজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball