promotional_ad

করাচীতে জাকিরের নান্দনিক ব্যাটিং

ছবিঃ এসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ১০৫/১ (২১.৩ ওভার)


(জাকির ৫০*, শান্ত ২৪*); (খুশদিল ১/৬)


জাকিরের অর্ধশতকঃ


২২ তম ওভারের তৃতীয় বলে চার মেরে ব্যক্তিগত অর??ধশতক হাঁকিয়েছেন ওপেনার জাকির হাসান। ছয়টি চারে সাজান ছিল জাকিরের ইনিংসটি। তাঁরা সাথে অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন শান্ত। ২৪ রানে অপরাজিত আছেন তিনি।


জাকিরের অর্ধশতকে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ১০৫ রান।


বাংলাদেশের শতকঃ


দারুণ ব্যাটিংয়ে দলীয় শতকের ঘরে পৌঁছে গেছে বাংলাদেশ। জাকির এবং শান্তর অর্ধশতক ছাড়ানো জুটিতে ২১.১ ওভারেই দলীয় শতক সংগ্রহ করেছে বাংলাদেশ। এদিকে জাকির রয়েছেন অর্ধশতকের দ্বারপ্রান্তে। ৪৬ রান নিয়ে ব্যাটিং করছেন তিনি।



promotional_ad

তাঁর সাথে ২৩ রান নিয়ে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন শান্ত। বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১০০ রান।


মিজানুরের বিদায়ঃ


১১ তম ওভারের শেষ বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার মিজানুর। ভালো খেলছিলেন তিনি। কিন্তু খুশদিল শাহর প্রথম ওভারের শেষ বলে এসে আশিক আলির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ২৫ রানে ফিরেছেন মিজানুর, যেখানে তিনটি চারের মার ছিল তাঁর।


নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছেন নাজমুল হোসান শান্ত ০*। ১৮ রান নিয়ে উইকেটে রয়েছেন জাকির। ১১ ওভার বাংলাদেশে সংগ্রহ এক উইকেট হারিয়ে ৪৮।


৪ গড়ে রান নিচ্ছে বাংলাদেশঃ


প্রথম ১০ ওভার ভালোভাবেই শেষ করল বাংলাদেশ। ইনিংসের প্রথম ১০ ওভার খেলে এখন পর্যন্ত কোন উইকেট হারায়নি তাঁরা। দারুণ ব্যাটিং করে ৪.৪ গড়ে ১০ ওভারে ৪৪ রান সংগ্রহ করেছেন দুই ওপেনার মুজানুর এবং জাকির।


২৫ রান নিয়ে দারুণ ব্যাটিং করছেন মিজানুর। জাকির খেলছেন ১৫ রানে।


সতর্ক শুরু বাংলাদেশেরঃ


ব্যাটিং নিয়ে দারুণ শুরু করেছেন বাংলাদেশ দলের দুই ওপেনার মিজানুর রহমান এবং জাকির হাসান। দুইজনই পাকিস্তানি বোলারদের খুব দেখেশুনে খেলছেন। দুই ওপেনারের অসাধারণ ব্যাটিংয়ে ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ২৬ রান।



যেখানে মিজানুর রয়েছেন ১৭ রানে অপরাজিত এবং ৬ রান নিয়ে তাঁকে সঙ্গ দিয়ে যাচ্ছেন জাকির। 


টসঃ


ইমার্জিং এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ এবং পাকিস্তান অনুরধ-২৩ দল। পাকিস্তানের করাচীতে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দলের অধিনায়ক নুরুল হাসান সোহান।


বাংলাদেশ ইমার্জিং একাদশঃ


নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিজানুর রহমান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, ইয়াসির আলি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, তানভির ইসলাম, শফিউল ইসলাম।


পাকিস্তান ইমার্জিং একাদশঃ


আলি ইমরান, জিশান মালিক, হুসাইন তালাত, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, আশিক আলি, মুসা খান, সাদ আলি, সুলেমান শাফকাত, ঘুলাম মুদাসার, সাউদ সাকিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball