টি-টুয়েন্টি সিরিজও হারল অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ এএফপি

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরঃ
পাকিস্তান ১৪৭/৬
বাবর আজম ৪৫, মোহাম্মাদ হাফিজ ৪০
কুল্টারনাইল ১৮/৩
অস্ট্রেলিয়া ১৩৬/৮

গ্লেন ম্যাক্সওয়েল ৫২, কুল্টার নাইল ২৭
শাদাব খান ৩০/২
ফলাফলঃ পাকিস্তান ১১ রানে জয়ী
এক ম্যাচ হাতে রেখেই টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীতে ১১ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে সরফরাজ আহমেদের দল।
১৪৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন হার্ড হিটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
আর শেষের দিকে নাথান কুল্টার নাইলের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ২৭ রান। পাকিস্তানের পক্ষে শাদাব খান এবং শাহিন আফ্রিদি নেন ২টি করে উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রানের পুঁজি দাঁড় করায় স্বাগতিকরা। দলের পক্ষে বাবর আজম করেন সর্বোচ্চ ৪৫ রান।
শুরুতে ফখর জামান ফিরলেও মোহাম্মাদ হাফিজের সঙ্গে ৭০ রানের জুটি গড়েন বাবর। হাফিজের ব্যাট থেকে আসে ৪০ রান। আগের ম্যাচের মত এই ম্যাচেও ব্যর্থ ছিল পাকিস্তানের মিডেল অর্ডার।
যেকারণে ভালো শুরু পেয়েও বড় স্কোরের দিকে শেষ পর্যন্ত যেতে পারেনি তাঁরা। শেষের দিকে ফাহিম আশরাফ ১০ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান কুল্টার নাইল নেন ৩ উইকেট।