আব্বাসে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোরঃ-
টস- পাকিস্তান
পাকিস্তান প্রথম ইনিংসঃ- ২৮২/১০ (ফখর ৯৪, সরফরাজ ৯৪); লায়ন ৪/৭৮, লাবুসাগনে ৩/৪৫।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ- ১৪৫/১০ (ফিঞ্চ ৩৯, স্টার্ক ৩৪); আব্বাস ৫/৩৩
পাকিস্তান দ্বিতীয় ইনিংসঃ- ৪০০/৯ ডিঃ (বাবর ৯৯, সরফরাজ ৮১); লায়ন ৪/১৩৫
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসঃ- ১৬৪/১০ (লাবুসাগনে ৪৩, হেড ৩৬); আব্বাস ৫/৬২
মোহাম্মদ আব্বাসের বোলিং তোপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩৭৩ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে পাকিস্তান। সাথে ১-০ ব্যবধানে সিরিজে জিতে নেয় স্বাগতিকরা।
তৃতীয় দিন এক উইকেটে ৪৭ রান নেয়া অজিদের চতুর্থ দিন একাই পিষ্ট করেন আব্বাস। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট তুলে নেন তিনি। ২০০৬ সালে লঙ্কানদের বিপক্ষে মোহাম্মদ আসিফের এক টেস্টে ১১ উইকেটের পর পাকিস্তানি কোন বোলার হিসেবে আব্বাস এক টেস্টে ১০ উইকেট নিলেন।

আবি ধাবিতে পাকিস্তানের দেয়া ৫৩৮ রানের লক্ষ্য তাড়া করতে তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং করতে মাঠে নামে সফরকারীরা। ইনিংসের শুরুতেই (দ্বিতীয় ওভার) মীর হামজার বলে বোল্ড হয়ে ফিরে যান ওপেনার শন মার্শ (৪)।
অ্যারন ফিঞ্চ এবং ট্রেভিস হেড বড় জুটি গড়তে চতুর্থ দিন শুরু করেন। কিন্তু ৬১ রানের জুটি গড়তেই পাকিস্তানি পেসার আব্বাসের বলে উইকেটরক্ষকের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান হেড (৩৬)।
এরপর নিজের দ্বিতীয় শিকার হিসেবে নতুন ব্যাটসম্যান মিচেল মার্শকে (৫) লেগ বিফরের ফাঁদে ফেলেন তিনি। ব্যক্তিগত পরের ওভারেই উইকেটে থিতু হতে থাকা ফিঞ্চকে (৩১) লেগ বিফরে আউট করে সাজঘরে ফেরান আব্বাস।
একই ওভারে অজি অধিনায়ক টিম পেইনকে শূন্য রানে ফেরান ২৮ বছর বয়সী এই পেসার। এরপর তরুণ লেগ স্পিনার মার্নাস লাবুসাগনে (৪৩) এবং মিচেল স্টার্কের (২৮) ৬৭ রানের জুটিতে ভর করে ১৭৮ রানে অলআউট হয়ে যায় সফরকারিরা।
পাকিস্তানের পক্ষে আব্বাস একাই পাঁচ উইকেট নিয়েছেন। এছাড়া লেগ স্পিনার ইয়াসির শাহ্ নিয়েছেন তিন উইকেট।
এদিকে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক পাকিস্তান। ফাখর জামানের ৯৪ রানের ইনিংস এবং অধিনায়ক সরফরাজ আহমেদের ৯৪ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ২৮২ রানে অল আউট হয় তাঁরা।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন স্পিনার নাথান লায়ন এবং লাবুসাগনে। লায়ন চার উইকেট এবং লাবুসাগনে তুলে নেন তিন উইকেট।
জবাবে আব্বাসের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি অজিরা। নিজেদের প্রথম ইনিংসে ১৪৫ রানেই গুটিয়ে যায় তাঁরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ফিঞ্চ। পাকিস্তানের হয়ে পাঁচ উইকেট নেন আব্বাস।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ৮০০ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯৯ রান করেন মিডেল অর্ডার ব্যাটসম্যান বাবর আজম। এছাড়া ফখর ৬৬, আজহার আলি ৬৪, সরফরাজ ৮১ রানের ইনিংস খেলেন।
পাকিস্তান একাদশঃ-
আজহার আলি, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বিলাল আসিফ, ইয়াসির শাহ, মির হামজা।
অস্ট্রেলিয়া একাদশঃ-
উসমান খাওয়াজা, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, মিচেল মার্শ, ট্রাভিস হেড, মার্নাস লাবুসাগনে, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, পিটার সিডল, ন্যাথান লিয়ন, জন হল্যান্ড।