কোচের বাজির ঘোড়া আফিফ

ছবি:

ক্রিসমাস উদযাপন করতে আজ রাতেই ইংল্যান্ড চলে যাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ড্যামিয়েন রাইট। সেখান থেকেই যুব বিশ্বকাপে অংশ নিতে দলের সাথে নিউজিল্যান্ডে যোগ দেবেন তিনি। ঢাকা ত্যাগ করার আগে অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক আফিফ হোসেনের প্রশংসা করলেন তিনি।
তিনি বলেন, "প্রস্তুতি ম্যাচগুলি আমরা ভালো করেছি। বিশেষ করে আফিফ হাসান অনেক ভালো করেছে বিপিএল থেকে ফিরে। ১৩০ বলে তার ১৪০ রানের ইনিংসটি ছিল অসাধারণ।"
উল্লেখ্য, এবারের বিপিএলে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স দলের হয়ে খেলেছিলেন আফিফ। আসরের শুরু থেকে না খেললেও শেষের দিকে তাক লাগানো পারফর্মেন্স করেছিলেন তিনি। বিপিএল শেষেও ধরে রেখেছেন ধারাবাহিকতা।

একইদিনে আসন্ন যুব বিশ্বকাপে ক্ষুদে টাইগারদের সম্ভাবনার কথা জানিয়েছেন কোচ। সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এবার নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ড। সহজেই গ্রুপ পর্ব পার হওয়া সম্ভব বলে জানিয়েছেন এই কোচ।
ক্ষুদে টাইগারদের সম্ভাবনার কথা জানাতে গিয়ে সদা হাশিখুশি থাকা কোচ ড্যামিয়েন রাইট মিডিয়ার সামনে বলেছেন, "যদি ছেলেরা একতাবদ্ধ হয়ে ভালো খেলে, তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব।
নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ড থাকায় গ্রুপপর্ব সহজেই পার হবো বলে আশা করছি। এরপর ভালো করলে ভারত কিংবা অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে। আর মোমেন্টাম ধরে রাখতে পারলে জয়টা সহজই হবে।"