জুলাই-আগস্টে বাংলাদেশে সফরে আসবে পাকিস্তান

ছবি: জুলাই-আগস্টে বাংলাদেশে সফরে আসবে পাকিস্তান, ফাইল ফটো

আসন্ন সিরিটি আইসিসির এফটিপিরই অংশ। তবে নতুন খবর হল, এফটিপির বাইরে আরও একটি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাও আবার এই পাকিস্তানের বিপক্ষে। তবে সেই সূচিতে পাকিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। সব ঠিক থাকলে জুলাই-আগস্টে বাংলাদেশে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে আসবে পাকিস্তান।
‘রিশাদের পারফরম্যান্স বাংলাদেশিদের উপর ফ্র্যাঞ্চাইজিদের বিশ্বাস বাড়াবে’
১০ ঘন্টা আগে
এফটিপির বাইরের এই সিরিজের ব্যাপারে ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফারুক বলেন, ‘আইসিসি টুর্নামেন্টে অন্যান্য বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দেখা হয়, তখন অনেক কিছু নিয়েই আলোচনা হয়। পিসিবির সঙ্গে আমাদেরও সে রকম কিছু আলোচনা হয়েছে। তারা জুলাই আগস্টে সাদা বলের সিরিজ খেলতে সম্মতি জানিয়েছে।'

বিসিবি সভাপতির সঙ্গে পিসিবির সভাপতি মহসিন নাকভির আলোচনা অনুযায়ী এফটিপির বাইরের এই সিরিজের জন্য সময় বের করতে প্রয়োজনে এফটিপিতে থাকা কোনো সিরিজের সময় পুনর্নির্ধারণ করবে পিসিবি। বর্তমান এফটিপি অনুযায়ী জুলাইয়ের শেষ দিকে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা রয়েছে।
ইংরেজি বলতে না পারায় এক শতাংশও লজ্জিত নই: রিজওয়ান
১২ এপ্রিল ২৫
সব ঠিক থাকলে এই সফরের আগেই বাংলাদেশে আসতে পারে পাকিস্তান। তবে সে জন্য আবার পিসিবিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের দিকেও। কেন না জুন-জুলাইতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে লঙ্কাদ্বীপে যাবে টাইগাররা।
দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচের দিনে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে পিসিবিপ্রধান নাকভির অনানুষ্ঠানিক আলোচনায় গুরুত্ব পেয়েছিল পাকিস্তান-বাংলাদেশ সিরিজটি। সেই আলোচনার সূত্র ধরেই বিসিবির প্রস্তাব মেনে ভবিষ্যৎ সফর পরিকল্পনার বাইরে (এফটিপি) জুলাই-আগস্টে বাংলাদেশে দল পাঠাতে রাজি হয়েছেন পিসিবিপ্রধান।