promotional_ad

ম্যাক্সওয়েল-ব্রাউনদের ছাড়াই সুপার লিগে যাচ্ছে ভিক্টোরিয়া

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শেফিল্ড শিল্ড, মার্শ কাপের মতো অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে ক্রিকেট ভিক্টোরিয়ার হয়ে খেলেন গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, জশ ব্রাউনের মতো ক্রিকেটাররা। এ ছাড়া পিটার হ্যান্ডসকম্ব, স্যাম হার্পার, উইল সাদারল্যান্ড, স্কট বোল্যান্ড, পিটার সিডলদেরও দেখা যায় ভিক্টোরিয়ার জার্সিতে। অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে গ্লোবাল সুপার লিগে অংশ নিলেও তারকা ক্রিকেটারদের ছাড়াই গায়ানায় যাচ্ছে ভিক্টোরিয়া।


২৬ নভেম্বর থেকে পাঁচ দলকে নিয়ে মাঠে গড়াতে যাওয়া গ্লোবাল সুপার লিগের জন্য স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া দলটি। বিদেশি ক্রিকেটার হিসেবে তাদের দলে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন, সঞ্জয় কৃষ্ণমূর্তি, ইংল্যান্ডের জো ক্লার্ক, স্কটল্যান্ডের উইকেটকিপার ব্যাটার স্কট এডওয়ার্ডসকে।


promotional_ad

মেজর লিগ ক্রিকেটের এবারের মৌসুমে খেলা সান ফ্র্যান্সিকো ইউকর্নের হয়ে খেলা ৫ ক্রিকেটারকে দেখা যাবে ভিক্টোরিয়ার হয়ে গ্লোবাল সুপার লিগে খেলতে। যেখানে অ্যান্ডারসনের সঙ্গে আছেন সঞ্জয়, জাহমার হ্যামিল্টন, কারিমা গোর, কারমি লারোক্স। বাকিরা সবাই খেলবেন অস্ট্রেলিয়ানরা। সেখানে অবশ্য খুব বেশি বড় নাম নেই।


কলাম স্টো, জোয়ানোয় ড্রাইসডেল, ম্যাক্স ব্রিথসাল, ডেভিড মুডি, ব্লেক ম্যাকডোনাল্ড, জন ওয়েলস, ফারজান চোওনারা অবশ্য ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেন। তাদের হয়ে অবশ্য পার্থক্য গড়ে দিতে পারেন অ্যান্ডারসন, ক্লার্ক, এডওয়ার্ডসরা। এদিকে টুর্নামেন্টের প্রথম আসরে ভিক্টোরিয়াকে কে নেতৃত্ব দেবেন তা এখনও চূড়ান্ত হয়নি।


ভিক্টোরিয়ার আগে নিজেদের দল ঘোষণা করেছে গায়ানা অ্যামাজন ওয়ারির্স ও রংপুর রাইডার্স। স্বাগতিক গায়ানার হয়ে খেলবেন মঈন আলী, ইমরান তাহির, শিমরান হেটমায়ার, শাই হোপ, রস্টন চেজ, ডোয়াইন প্রিটোরিয়াস, রোমারিও শেফার্ড, হাসান খান ও তানজিম হাসান সাকিবের মতো ক্রিকেটাররা। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেখা যাবে রংপুরকে।


বিপিএলের সবশেষ আসরে সেমিফাইনালে খেলেছিল একবারের চ্যাম্পিয়নরা। রংপুরের জার্সিতে খেলবেন অধিনায়ক নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, সাইফ হাসান, আরাফাত সানি, আফিফ হোসেন ধ্রুব, কামরুল ইসলাম, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন। বিদেশি ক্রিকেটার হিসেবে স্টিভেন টেলর, ম্যাথু ফোর্ড, জ্যাক চ্যাপেল ও হারমিত সিংরা।


ভিক্টোরিয়ার স্কোয়াড- জো ক্লার্ক, কোরি অ্যান্ডারসন, সঞ্জয় কৃষ্ণমূর্তি, জাহমার হ্যামিল্টন, কারিমা গোর, কারমি, লেরোক্স, কলাম স্টো, জোয়ানায় ড্রাইসডেলে, ম্যাক্স ব্রিথসেল, ডেভিড মুডি, স্কট এডওয়ার্ড, ব্লেক ম্যাকডোনাল্ড, জন ওয়েলস এবং ফারজান চোওনা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball