promotional_ad

শেষ দুই ওয়ানডেতে খেলা হচ্ছে না মুশফিকের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। এই চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন এই দুই উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেষ দুই ম্যাচ থেকে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।


আফগানিস্তানের ইনিংসের ৪৯ তম ওভারে এই ঘটনা ঘটে। তখন বোলিংয়ে ছিলেন মুস্তাফিজুর রহমান। তার বল তালুবন্দি করতে গিয়ে হাতে ব্যথা পান মুশফিক। প্রাথমিক শুশ্রূষা করে পরে বাকি ম্যাচ খেলেছেন তিনি। এই চোটের কারণে ব্যাটিং অর্ডারেও নিচের দিকে নামতে হয় তাকে।


promotional_ad

ম্যাচের পরই মুশফিকের এক্স-রে করানো হয়েছিল। সেই রিপোর্ট এরই মধ্যে বিসিবির কাছে পৌঁছেছে। জানা গেছে তার বাঁ হাতের তর্জনিতে চিড় ধরা পড়েছে। এ কারণেই সিরিজের বাকি দুই ওয়ানডেতে তাকে আর দেখা যাবে না। তাকে পর্যবেক্ষণে রাখবেন বিসিবির চিকিৎসকরা।


এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৩৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ৯২ রানে হারের ম্যাচে সাত নম্বরে নেমে তিন বলে এক রান করেন মুশফিক। মোহাম্মদ গাজানফারের বলে স্টাম্পিং হন তিনি।


শারীরিক অসুস্থতার কারণে এই সিরিজে খেলছেন না লিটন দাস। ফলে বাকি দুই ম্যাচে জাকের আলী অনিকের ওপরই নির্ভর করতে হচ্ছে বাংলাদেশ দলকে। এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ।


সেখানে আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, থাকছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজও। সেই সিরিজেও মুশফিকের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তার আঙুলের চোটের আগ্রগতির ওপর নির্ভর করবে মুশফিকের ক্যারিবীয় সফরে যাওয়া না যাওয়া।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball