promotional_ad

চার বছরে ২৭টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলবে জ্যোতিরা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২২-২০২৫ চক্রে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশ নারী দলের সামনে। আসন্ন এই চক্রে আটটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরা। সোমবার ভবিষ্যৎ সূচি বা এফটিপি ঘোষণা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


সেখানেই ২০২৫ সালের মে মাস থেকে ২০২৯ সালের এপ্রিল পর্যন্ত চার বছরে বাংলাদেশের মেয়েরা দ্বিপাক্ষিক সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে। এবারই প্রথমবারের মতো এই দুই দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা।


promotional_ad

চতুর্থ উইমেনস চ্যাম্পিয়নশিপে একটি দল বাড়লেও আগের মতোই দলগুলো চারটি হোম ও চারটি অ্যাওয়ে ওয়ানডে সিরিজ খেলবে। সেই সঙ্গে এই চ্যাম্পিয়নশিপের ফলাফল কাজ করবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবেও।


এই চক্রের ফলাফল নির্ভর করবে ২০২৯ ওয়ানডে বিশ্বকাপে কারা সুযোগ পাচ্ছে সেই হিসেবেও। সব মিলিয়ে বাংলাদেশসহ বাকি দলগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবারের চক্রে। এবারের চক্রে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে জিম্বাবুয়ে।


বাংলাদেশের মেয়েদের হোম সিরিজ রয়েছে এই দলটির বিপক্ষেও। এর বাইরে তিনটি টি-টোয়েন্টিও খেলতে দেখা যাবে জিম্বাবুয়ের বিপক্ষে। এ ছাড়া ঘরের মাঠে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকাকে আথিথেয়তা দেবে বাংলাদেশ। আর ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের মাটিতে গিয়ে সিরিজ খেলতে দেখা যাবে নিগার সুলতানা জ্যোতির দলকে।


প্রতিটি ওয়ানডে সিরিজের সঙ্গে থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। উইমেন্স চ্যাম্পিয়নশিপের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডের সঙ্গে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই চার বছরে ২৭টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী দল।


এর বাইরে পাঁচটি বৈশ্বিক টুর্নামেন্টেও খেলার জোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। এর মধ্যে ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে যুক্তরাজ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফি টি-টোয়েন্টি, ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও লস অ্যাঞ্জেলেস অলিম্পিক রয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball