promotional_ad

অবসরের ঘোষণা দিলেন ঋদ্ধিমান

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে চলতি মৌসুমের পর আর মাঠে নামবেন না ঋদ্ধিমান সাহা। রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ‌্যমে অবসরের কথা জানিয়ে দিয়েছেন এই উইকেটরক্ষক। ৪০ বছর বয়সী এই ক্রিকেটার খেলোয়াড়ি জীবনের পর কী করবেন সেটা অবশ্য জানাননি।


প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ বছর ধরে বাংলার হয়ে খেলেছেন ঋদ্ধিমান। মাঝে দু’বছর ত্রিপুরার হয়ে খেলেছিলেন তিনি। সৌরভ গাঙ্গুলির কথায় চলতি মৌসুমে ফের বাংলার হয়েই রঞ্জি ট্রফিতে খেলছেন।


promotional_ad

রবিবার রাতে ঋদ্ধিমান লিখেন, 'এই অবিস্মরণীয় যাত্রাপথের সঙ্গে যুক্ত প্রত‌্যেককে ধন‌্যবাদ জানাই। বাংলার হয়ে শেষবার এই মৌসুমে প্রতিনিধিত্ব করছি। বাংলার জার্সিতে উল্লেখযোগ‌্য অবদান রাখতে চাই।'


ভারত জাতীয় দলে মহেন্দ্র সিং ধোনির অবসরের পর উইকেটের পেছনে ঋদ্ধিমানই ছিলেন ভরসার প্রতীক। সেই সময় শুধু ভারত নয়, দক্ষতার কারণে গোটা বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবে বিবেচনা করা হত ঋদ্ধিমানকে।


২০২১ সালের শেষ দিকে অবশ্য জাতীয় দলে জায়গা হারান এই উইকেটরক্ষক। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২১ সালের ডিসেম্বরে মনের অজান্তেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন তিনি। সেটিই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।


ভারতের হয়ে ৪০টি টেস্ট আর ৯টি ওয়ানডেতে ১৩০০ এর বেশি রান করেছেন ঋদ্ধিমান। যেখানে রয়েছে তিনটি সেঞ্চুরি এবং ছয়টি হাফ-সেঞ্চুরি। উইকেটের পেছনে তিনি নেন ৯২টি ক্যাচ। ছিল ১২টি স্টাম্পিংও।


আইপিএলে পাঁচটি দলের হয়ে খেলে প্রায় ১২৮ স্ট্রাইক রেটে তিন হাজার রানের কাছাকাছি করেন ঋদ্ধিমান। মূলত ভারতের ক্রিকেটে ঋষভ পান্ত-লোকেশ রাহুলদের মতো উইকেটরক্ষক উঠে আসায় জাতীয় দলে ব্রাত্য হন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball