হোয়াইটওয়াশের পর ‘ক্ষমতা’ হারাচ্ছেন গম্ভীর
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পর সময় আরও কঠিন গেল গৌতম গম্ভীরের জন্য। ভারতের এই প্রধান কোচের ক্ষমতা সীমিত করতে পারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এমন সংবাদ প্রকাশ করছে ভারতের সংবাদমাধ্যম।
দায়িত্ব নেয়ার পরই শ্রীলঙ্কা সফরে গিয়ে ওয়ানডে সিরিজ হেরেছেন গম্ভীর। শ্রীলঙ্কার বিপক্ষে সেবারই প্রথম ওয়ানডে সিরিজ হারে ভারত। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে ইতিহাসের অন্যতম বাজে মুহূর্তের অংশ হয়েছেন গম্ভীর।
টেস্ট ইতিহাসে ঘরের মাঠে এবারই প্রথম ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো ভারত। এর আগে ২০০০ সালে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত, তবে সেটি ছিল দুই ম্যাচের সিরিজ।
ভারতের মতো শক্তিশালী দলের সঙ্গে এসব রেকর্ড একেবারেই বেমানান, যার কারণে দেশটিতে নতুন এই প্রধান কোচের সমালোচনা চলছেই। শোনা যাচ্ছে, এমন পারফরম্যান্সের খেসারত দিতে হবে খোদ গম্ভীরকেই।
জাতীয় দল পরিচালনা করার ক্ষেত্রে 'ক্ষমতা' কমিয়ে দেয়া হবে তার। ভারতের কোচ হওয়ার সময় গম্ভীর যেসব শর্ত জুড়ে দেন, তার একটি ছিল দল নির্বাচনে তার মতামতকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ, তিনি যেসব ক্রিকেটারকে দলের জন্য উপযুক্ত মনে করবেন, তাদেরই যেন নেয়া হয়।
এর আগে রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়রা কখনো এমন ক্ষমতা চাননি, প্রয়োগও করেননি। তবে গম্ভীর শুরু থেকেই নিজ পছন্দের কয়েকজনকে স্কোয়াডে নিয়েছেন, যা ভালো লাগেনি বিসিসিআইয়ের।
এ ছাড়া নিউজিল্যান্ড সিরিজেও গম্ভীরের বেশকিছু সিদ্ধান্তে খুশি হয়নি বিসিসিআই। এর মধ্যে মোহাম্মদ সিরাজকে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে পাঠানো আর সরফরাজ খানকে আটে ব্যাটিং করানোকে খারাপ সিদ্ধান্ত মনে করছে বিসিসিআই।
জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন বোর্ডার-গাভাস্কার সিরিজে অগ্নিপরীক্ষা দেবেন গম্ভীর। এই সিরিজ না জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিস করবে ভারত। এমনটা হলে এরপরের সিরিজ থেকে কেড়ে নেয়া হবে গম্ভীরের ক্ষমতা। সেক্ষেত্রে দল নির্বাচনে আর গ্রাহ্য করা হবে না তার মতামত।