ভারত- বাংলাদেশ সিরিজ

অন্য চিন্তা না করে ৫ দিনই ভালো খেলার পরিকল্পনা শান্তর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:37 রবিবার, 15 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

অবশেষে ভারত সফরের উদ্দেশে রওনা দিলো বাংলাদেশ। দেশ ছাড়ার আগেই আসন্ন এই সিরিজের উত্তাপ অনুভব করছেন নাজমুল হোসেন শান্ত। ভারত সিরিজকে 'চ্যালেঞ্জিং' হিসেবেই বিবেচনা করছেন তিনি।

সাম্প্রতিক সময়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বেশ চাপমুক্ত শান্তর দল। তবে ভারতের বিপক্ষে লড়াই যে সহজ হবে না তা জানা আছে শান্তর।

আপাতত পাঁচদিনই খেলার পরিকল্পনা করছেন বাংলাদেশের অধিনায়ক। তার মতে, ভারতের সঙ্গে লম্বা সময় খেলতে পারলে শেষদিনে ভালো ফলাফল করা সম্ভব। আর তাই শক্ত মনোবল নিয়েই দেশ ছাড়ছেন তিনি।

বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে ভারত। আর বাংলাদেশ সেখানে নয়ে। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষে আছে ভারত। সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ এই তালিকায় আছে চারে।

শান্ত বলেন, 'এটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে একটা ভালো সিরিজের পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতর আছে, দেশের মানুষের মধ্যেও আছে। প্রত্যেক সিরিজই একটা সুযোগ। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলব। জেতার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ...আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করা। নিজেদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব তবে চ্যালেঞ্জিং।'

র‍্যাঙ্কিংয়ের বাস্তবতার কথা উল্লেখ করে শান্ত আরও বলেন, 'আমি একটু আগে যেটা বললাম সিরিজ চ্যালেঞ্জিং হবে। যদি র‍্যাঙ্কিং দেখেন ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। সম্প্রতি আমরা ভালো খেলছি। ভালো সিরিজ পার করে এসেছি। আমাদের লক্ষ্য হবে কীভাবে পাঁচদিন ভালো খেলতে পারি। ফলটা শেষ দিনে শেষ সেশনে গিয়ে হয়। পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে পারলে লাস্ট সেশনে সুযোগ থাকে কোন দল জিতবে।'

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ভারত মিশন। এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মুখোমুখি হবে দু’দল। টেস্ট ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টায়। টেস্ট সিরিজ শেষে আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি। এগুলোর ভেন্যু যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদ।