আইপিএল

‘৫ ছক্কার ধাক্কার পরও জাতীয় দলের স্বপ্ন পূরণ হয়েছে দয়ালের’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:54 বুধবার, 11 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরোয়াতে অসাধারণ পারফরম্যান্স করে সাম্প্রতিক সময়ে ভারত জাতীয় দলে ডাক পেয়েছেন ইয়াশ দয়াল। বাংলাদেশ সিরিজে খেলতে দেখা যাবে তাকে। জাতীয় দলে দয়ালের এভাবে সুযোগ পাওয়াতে আবেগ-আপ্লুত তার বাবা চন্দ্রপাল দয়াল। রিঙ্কু সিংয়ের কাছে পাঁচ ছক্কা খাওয়ার সেই সময়টাই মনে করিয়ে দিলেন তিনি।

গত বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংয়ের কাছে পাঁচ বলে পাঁচটি ছক্কা হজম করতে হয়ে দয়ালকে। ফলে জেতা ম্যাচ হেরে যায় তার দল গুজরাট টাইটান্স। রাতারাতি খলনায়কও বনে যান দয়াল।

এই ঘটনায় তাদের গোটা জীবনটাই বদলে গিয়েছিল। কেননা সেই আইপিএলের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন দয়াল। বাংলাদেশ সিরিজে সুযোগ পাওয়ার পর সেকথাই মনে করিয়ে দিলেন দয়ালের বাবা চন্দ্রপাল।

তিনি বলেন, 'আমাদের কাছে ওটা একটা বড় দুর্ঘটনা ছিল। রাস্তা দিয়ে যখন হাঁটতাম, পাশ দিয়ে স্কুলের বাস গেলে বাচ্চারা ভিতর থেকে টিটকিরি দিত। বলত, ‘রিঙ্কু সিং, রিঙ্কু সিং, পাঁচ ছক্কা।’ খুব কষ্ট হত। ওর মা রাধা তো অসুস্থ হয়ে পড়েছিল। ইয়াশও খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিল। গুজরাট ওকে ছেড়ে দেওয়ায় আরও বড় ধাক্কা লেগেছিল।'

'ইয়াশ অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু আমরা হাল ছাড়িনি। প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, যত দিন না ইয়াশ ভারতীয় দলে সুযোগ পাবে, তত দিন থামব না। ওর পাশে আমরা সব সময় ছিলাম। তার ফল পাচ্ছি।'

সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক খেলে নজর কেড়েছেন দয়াল। চলমান দিলিপ ট্রফিতে ভালো বোলিং করেছেন যশ। ভারত 'বি' দলের হয়ে ভারত 'এ' দলের বিপক্ষে প্রথম ইনিংসে ১৬ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেটে নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১২ ওভারে ৫০ রান দিয়ে নেন তিন উইকেট।

চন্দ্রপাল আরও বলেন, 'এর থেকে বড় মুহূর্ত আর কী হবে? কোনও ক্রিকেটারের কাছে দেশের হয়ে টেস্ট খেলা সবচেয়ে বড় স্বপ্ন। সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। পুরো কৃতিত্ব ইয়াশের। ধাক্কা খেলেও লড়াই ছাড়েনি ও। নিজের কাজ করে গিয়েছে। সমালোচনা কানে নেয়নি। ভালো বল করেছে। তার ফল পেয়েছে।'