গ্লোবাল টি-টোয়েন্টি

অভিষেকে রঙিন শরিফুল, উইকেটশূন্য সাকিব ব্যাটিংয়ে ব্যর্থ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:00 শনিবার, 27 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আগে খেললেও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে এটি ছিল শরিফুল ইসলামের অভিষেক ম্যাচ। সেই ম্যাচেই দারুণ পারফরম্যান্স উপহার দিলেন এই পেসার। চার ওভারে একটি মেইডেন এবং একটি উইকেটসহ মাত্র ১৬ রান খরচা করেছেন তিনি। সেই ম্যাচে চার ওভারে ৩০ রান খরচায় উইকেটশূন্য সাকিব আল হাসান।

এমন দিনেও অবশ্য হেরেছে বাংলা টাইগার্স মিসিসাগার। মন্ট্রিয়ল টাইগার্সের কাছে দলটি হেরেছে ৩৩ রানে। ব্রাম্পটনের সিএএ সেন্টার মাঠে কাল টস জিতে মন্ট্রিয়লকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব।

দ্বিতীয় ওভারে অধিনায়ক ক্রিস লিনের উইকেট হারালেও অ্যাস্টন অ্যাগার এবং টিম সাইফার্টের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে যায় দলটি। দলীয় শতরান পেরোনোর পর কিছুটা খেই হারায় মন্ট্রিয়ল। ডেভিড ভিসার অসাধারণ বোলিংয়ে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় দলটি।

এরপর দিলপ্রীত বাজওয়ার ৩৩ বলে ৪১ রানের ইনিংসে এগিয়ে যায় মন্ট্রিয়ল। শেষদিকে বেন মানেটি ২২ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেললে ২০ ওভারে ছয় উইকেটে ১৮৯ রান তোলে দলটি। মানেটিকে কট অ্যান্ড বোল্ড করে ফেরান শরিফুল।

এদিকে এ নিয়ে টানা ৪ ম্যাচ উইকেটশূন্য থাকতে হলো সাকিবকে। ৩০ রান খরচায় তিন উইকেট নিয়ে তার দলের সফল বোলার ডেভিড ভিসে। রান তাড়ায় হজরতউল্লাহ জাজাই চতুর্থ ওভারে আউট হয়ে গেলে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি।

৬ বলে ৩ রান করে আয়ান আফজাল খানের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ৩৯ বলে ৬৪ রানের ইনিংস তেমন কোনো কাজে আসেনি। শেষদিকে ইফতিখার আহমেদের ২৮ রানের ইনিংস মিসিসাগার হারের ব্যবধানই কমিয়েছে।

৮ উইকেটে ১৫৬ রান তুলে থামে দলটি। মন্ট্রিয়লের হয়ে ৪০ রান খরচায় চার উইকেট নেন আয়ান। ৩৪ রান খরচায় দুই উইকেট নেন অ্যাগার। ব্যাট হাতে ২৯ বলে ৪১ রান তোলায় ম্যাচসেরার পুরষ্কারও নেন তিনি।