নারী এশিয়া কাপ

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:06 শুক্রবার, 26 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে ব্যাটাররা আলো ছড়ালেও সেমিফাইনালের মঞ্চে জ্বলে উঠতে পারেননি কেউই। ব্যাটারদের ব্যর্থতার দিনে নিগার সুলতানা জ্যোতির ধীরগতির ৩২ ও শেষ দিকে স্বর্ণা আক্তারের অপরাজিত ১৯ রানের কল্যাণে ৮০ রান তোলে বাংলাদেশের মেয়েরা। সহজ লক্ষ্য তাড়ায় শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার উদ্বোধনী জুটিতে ভারতের জয় নিশ্চিত করেছেন। বাংলাদেশকে ১০ উইকেট হারিয়ে আরও একবার এশিয়া কাপের ফাইনালে উঠেছে হারমানপ্রীত কৌরের ভারত।

ডাম্বুলায় ৮১ রান তাড়ায় শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার। পাওয়ার প্লেতে তারা দুজনে মিলে যোগ করেন বিনা উইকেটে ৪৬ রান। ইনিংসের অষ্টম ওভারে এসে অবশ্য উইকেট তুলে নেয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। জাহানারা আলমের অফ স্টাম্পের বাইরের নিচু হওয়া ফুলটস ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন স্মৃতি। 

সেখানে দাঁড়িয়ে ক্যাচ নিলে দেখা যায় জাহানারার বলটি নো ছিল। যার ফলে ৩৫ রানে জীবন পান বাঁহাতি এই ওপেনার। এদিকে শেফালিকেও আউট করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। রাবেয়া খানের বলে উড়িয়ে মারতে গিয়ে নাহিদা আক্তারের হাতে ক্যাচ দিয়েছিলেন শেফালি। তবে সেটা লুফে নিতে পারেনি নাহিদা। এরপর তারা দুজনে মিলেই ভারতের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত স্মৃতি ৫৫ এবং শেফালি অপরাজিত ছিলেন ২৬ রানে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে রেনুকা সিংয়ের তৃতীয় বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন দিলারা আক্তার। পরের বলের আগে ফিল্ডিংয়ে খানিকটা পরিবর্তন আনে ভারত। স্কয়ার লেগের সঙ্গে ফাইন লেগেও একজন ফিল্ডারকে দাঁড় করিয়ে দেয় তারা। রেনুকার অফ স্টাম্পের একটু বাইরের বলে একই শট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে থাকা উমা ছেত্রীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৬ রান করা দিলারা। 

তিনে নেমে দুটি চার মারলেও ইনিংস বড় করতে পারেননি ইসমা তানজিম। রেনুকার ফুলার লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে আউট সাইড এজ হয়ে শর্ট থার্ডম্যানে থাকা তানুজা কানওয়ারের হাতে ক্যাচ দিয়েছেন। আগের দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করা মুর্শিদা খাতুনও ফিরেছেন দ্রুতই। রেনুকার শর্ট অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে শেফালির হাতে ক্যাচ দিয়েছেন। 

রুমানা আহমেদ, রাবেয়া, রিতু মনিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন নিগার সুলতানা। তবে দলের প্রত্যাশা অনুযায়ী দ্রুত রান তুলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৫১ রানে ৩২ রান করেছিলেন বাংলাদেশের অধিনায়ক। শেষ দিকে ১৮ বলে ১৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন স্বর্ণা। তাদের দুজনের ব্যাটেই মূলত ৮০ রানের পুঁজি পায় বাংলাদেশ। ভারতের হয়ে রেনুকা ও রাধা যাদব তিনটি করে উইকেট নিয়েছেন।