promotional_ad

খুলনার হয়ে বিপিএলে খেলতে আসছেন জেসন হোল্ডার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান সুপার লিখে অংশ নিতে খুলনা টাইগার্সের তিন বিদেশি মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ ও ওয়াসিম জুনিয়র বিপিএল ছেড়ে গেছেন। এ কারণে দলটির শক্তি কিছুটা কমেছে। তবে সেই শূন্যস্থান পূরণ করতে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে ভিড়িয়েছে তারা।


বিষয়টি নিজেদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে দলটি। বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে এই ক্যারিবিয়ানকে দেখে যেতে পারে। বিপিএলে শুরুটা দারুণ করেছিল খুলনা। কিন্তু এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি দলটি। শুধু খুলনা নয় আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পিএসএলের জন্য ইতোমধ্যে বিপিএল ছেড়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা।


promotional_ad

সেখানে তিন পাকিস্তানি ক্রিকেটার খুলনা ছেড়ে চলে যাওয়ায় নড়বড়ে হয়েগেছে এমামুল হক বিজয়ের দল। তাই দলের শক্তি বাড়াতে হোল্ডারকে দলে ভিড়িয়েছে তারা। হোল্ডারের নাম ঘোষণা করে খুলনা নিজেদের পেজে লিখেছে, ‘ডেরায় স্বাগতম, জেসন। দ্য প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স তাদের স্কোয়াডের শক্তি বাড়িয়েছে শক্তিশালী অলরাউন্ডার জেসন হোল্ডারকে যোগ করে।’


খুলনায় ইতোমধ্যে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন আরও দুই ক্যারিবীয় ক্রিকেটার এভিন লুইস ও শাই হোপ। এ ছাড়াও বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা, কাসুন রাজিতা ও দাসুন শানাকা। তবে হোল্ডারকে এখনই পাচ্ছে না টেবিলের চার নম্বরে থাকা দলটি।


বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলছেন হোল্ডার। সিরিজের শেষে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি। ফলে বিপিএলের চট্টগ্রাম পর্বে হোল্ডারকে পাওয়ার সম্ভাবনা রয়েছে দলটির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball