রাজকোট টেস্টে অনিশ্চিত আইয়ার, শঙ্কা সিরিজ নিয়ে
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের প্রথম টেস্টের পরই লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজাকে চোটের কারণে হারিয়েছিল ভারত। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন শ্রেয়াস আইয়ার। পিঠের চোটে ভুগছেন এর ভারতীয় ব্যাটার। ফলে সিরিজের শেষ তিন টেস্টে তাকে দলে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ বাজেভাবেই শুরু হয়েছিল রোহিত শর্মার দলের। ২৮ রানে পরাজয়ের পাশাপাশি দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার রাহুল ও জাদেজাকে হারিয়েছিল তারা। যদিও সিরিজের দ্বিতীয় টেস্টে ১০৬ রানের জয়ে সিরিজ সমতা ফিরিয়েছে দলটি। সিরিজের দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলে ৫৬ রান এসেছিল আইয়ারের ব্যাট থেকে।
ব্যাট হাতে বড় রানের দেখা না পেলেও দুই ইনিংসেই গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন আইয়ার। প্রথম ইনিংসে ইয়াশভি জয়সাওয়ালের সঙ্গে গড়েছিলেন ৯০ রানের জুটি। দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের সঙ্গে গড়েছেন ৮১ রানের জুটি। এই ম্যাচেই পিঠের চোটে পড়েন আইয়ার একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে ম্যাচের পুরো সময়ই তার ব্যথার সঙ্গে লড়তে হয়েছে।
সূত্র মতে, 'শ্রেয়াস আইয়ার টিম ম্যানেজমেন্ট এবং মেডিকেল স্টাফদের জানিয়েছে যে ৩০টি বল খেলার পরই তার সমস্যা দেখা দিচ্ছে। পিঠের পেশি শক্ত হয়ে যাচ্ছে। এ ছাড়া শ্রেয়াস এটাও জানিয়েছে যে সামনে এসে ডিফেন্স শট খেলার সময় তার কুঁচকিতে সমস্যা হচ্ছিল।'
গত বছর পিঠের অস্ত্রোপচার করতে হয়েছিল আইয়ারকে। এরপর এবারই প্রথম তার ব্যথা শুরু হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সিরিজের তৃতীয় টেস্টে শুরু হবে। আপাতত তাকে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এরপর তার পরিস্থিতি বুঝে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পাঠানো হবে।
সূত্রটি আরও জানায়, 'এর আগে তার একটা (পিঠের) অস্ত্রোপচার হয়েছিল এবং সেটার পরই এই প্রথম সে এই সমস্যায় ভুগছে। যদিও তাকে পরামর্শ দেয়া হয়েছে কিছুদিন বিশ্রাম নেয়ার। তারপরে সিদ্ধান্ত নেয়া হবে তাকে এনসিএতে পাঠানোর বিষয়ে।'