আমি টেস্ট খেলতে চাই না কে বলেছে: সাকিব
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
কাগজে-কলমে এখনও বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের পর চোখের সমস্যার কারণে কিউইদের বিপক্ষে খেলতে পারেননি এই টাইগার অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন পূর্ণাঙ্গ সিরিজেও তিনি খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
সাকিব শুক্রবার একটি বানিজ্যিক হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনও কোনো পরিকল্পনা করেননি তিনি। আপাতত বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) নিজের মনোযোগ রাখতে চান তিনি।
সাকিব বলেছেন, 'না শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি। বিপিএল চলছে এটা নিয়েই ফোকাস করছি চেষ্টা করছি কিভাবে দলের জন্য কনট্রিবিউট করতে পারি।'
গুঞ্জন আছে টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়াতে পারেন সাকিব। তবে সাকিব অবশ্য এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি এই বিষয়ে কাউকে কিছু বলেননি। তাই গুঞ্জনে কান দিতে মানা করেছেন বাংলাদেশের অধিনায়ক।
সাকিবের ভাষ্য, 'আমি কি বলেছি কখনো আমি চাচ্ছি না বা চাচ্ছি। যার কাছ থেকে শুনেছেন এমন কথা তার কাছে শুনেন। আমি যদি বলতাম আমি খেলতে চাই অথবা খেলতে চাই না সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। এই প্রশ্নের উত্তরটা যার কাছ থেকে শুনেছেন কিংবা যে আপনাকে বলেছে তাকে জিজ্ঞেস করেন সে ভালো বলতে পারবে।'
সাকিব বাংলাদেশের অন্যতম ব্যস্ত ক্রিকেটারদের মধ্যে একজন। কদিন আগেই তিনি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর ফলে সাকিবের ব্যস্ততা আরও বেড়ে গেছে। তিনি তিন ফরম্যাটের ক্রিকেট চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এসবের উত্তর মিলতে অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত।