আইপিএলে ভালো করলে বিশ্বকাপের টিকিট পাবেন গ্রিন!
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
মারকুটে ব্যাটার হিসেবে নাম করেছেন ক্যামেরন গ্রিন। বিশেষ করে টি-টোয়েন্টিতে ব্যাটের সঙ্গে বল হাতেও বড় ভূমিকা রাখতে পারেন তিনি। অলরাউন্ড দক্ষতার কারণেই অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে থিতু হতে পারেননি দলে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের দলে সুযোগ পাননি গ্রিন।
আগামী জুন-জুলাইতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের দলেও গ্রিনের জায়গা হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো করে গ্রিনের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সুযোগ দেখছেন অস্ট্রেলিয়া প্রধান নির্বাচক জর্জ বেইলি।
মার্চের শেষ দিকে শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী মে মাসে। এর কিছুদিনের মধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা করার নির্দেশনা দেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দলে না থাকলেও বিশ্বকাপের ভাবনায় গ্রিন বেশ ভালোভাবেই আছেন বলে জানিয়েছেন বেইলি।
তিনি বলেন, 'হ্যাঁ, অবশ্যই, শক্তভাবেই আছে সে (টি-টোয়েন্টি দলের বিবেচনায়)…। আমরা জানি সে আইপিএলে খেলবে এবং সেখানে যথেষ্ট পরিমাণে টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবে। সব সংস্করণেই যারা খেলে থাকেন, তাদের সঙ্গে আমাদের সার্বক্ষনিক আলোচনা চলতে থাকে।'
এই ব্যাপারটি খোলাসা করে বেইলি বলেছেন, 'যেকোন সময়ে কোন সংস্করণকে প্রাধান্য দেওয়া হবে এবং এটা নিশ্চিত করা হয় যেন তাদের প্রাপ্যটা তারা পায়। তবে আমরা যখন বিশ্বকাপের ১৫ জন বাছাই করব, তার নাম অবশ্যই প্রবলভাবেই বিবেচনায় আসবে।'
শুধু টি-টোয়েন্টি নয় তিন ফরম্যাটের ক্রিকেটেই অস্ট্রেলিয়ার সম্পদ গ্রিন। এমনটাই মনে করেন বেইলি। তিন বলেন, 'যে স্কিল সেট আছে (গ্রিনের), তিন সংস্করণের জন্যই তা অবিশ্বাস্য। আমরা খুবই আত্মবিশ্বাসী যে, সে যতই খেলবে, ততই ভালো হতে থাকবে এবং খেলাটা সম্পর্কে অনেক শিখতেই থাকবে।'