প্রেস রিলিজ

আন্তর্জাতিক সমর্থক কমিটি আইসিএসসিতে বিসিএসএ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 20:57 Thursday, November 19, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেট সমর্থক গোষ্ঠী 'বার্মি আর্মি ' ও 'ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন' এর উদ্যোগে গঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট সাপোর্টার্স কমিটি (আইসিএসসি)। দুনিয়াজুড়ে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সমর্থক গোষ্ঠীকে এক পতাকাতলে আনতেই এই প্রয়াস। 

বার্মি আর্মি ও ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন এর আমন্ত্রনে, এই কমিটি তে বাংলাদেশ কে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। এই কমিটি তে আরও অংশগ্রহণ করেছে, ভারতের ভারত আর্মি, পাকিস্তানের স্তানি আর্মি, দ্য রিচিস, গুইজো স্কোয়াড, বেইজ ব্রিগ্রেড, শ্রীলঙ্কার গায়ান সেনানায়েকে ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান ক্রিকেট পডকাস্ট কমিউনিটি। 

সমর্থকদের এই বৈশ্বিক কমিটির অংশ হয়ে উচ্ছ্বসিত বিসিএসএ সভাপতি জুনায়েদ পাইকার বলেন, 'এই অংশগ্রহণ, বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের নিয়ে আমাদের কাজের আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবে দেখছি আমি। বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট সমর্থকদের সাথে কাজ করতে অপেক্ষায় আছি আমরা। আইসিএসসি কে ধন্যবাদ। আমরা বিশ্বাস করি সমর্থকরা প্রত্যেক খেলার প্রাণ, বড় স্টেকহোল্ডার। বাংলাদেশের সমর্থকদের আওয়াজ এখন আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারবো।' 

আইসিএসসিতে বিসিএসএ'র স্পোকসপার্সন বিসিএসএ ইউকে'র সভাপতি আব্দুস সালাম বলেন, 'আইসিএসসি সমর্থক গোষ্ঠীতে নতুন এক মাত্রা এনে দিবে বলে আমার বিশ্বাস। বিসিএসএ'র প্রতিনিধি হয়ে এখানে কাজ করতে মুখিয়ে রয়েছি আমি।'