ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্যামেরন গ্রিনকে ওয়ানডে-টেস্ট দুই ফরম্যাটেই চান ল্যাঙ্গার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 16:25 Thursday, November 19, 2020

|| ডেস্ক রিপোর্ট || 

শেফিল্ড শিল্ডে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট দলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার দলে জায়গা পেয়েছেন ক্যামেরন গ্রিন। ২১ বছর বয়সি তরুণ এই অলরাউন্ডারকে দুই ফরম্যাটেই দেখতে চান হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।

অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ডে গত কয়েক মৌসুম ধরেই নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন তিনি। টুর্নামেন্টের এবারের আসরেও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে তা অব্যাহত রেখেছেন তরুণ এই অলরাউন্ডার। এবারের গ্রীষ্ম মৌসুমে  ১৯৭ রানের অসাধারণ এক ইনিংস খেলার স্বীকৃতি হিসেবে বিস্ময়করভাবে দলে ডাক পেয়েছেন গ্রিন।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পাওয়ার অপেক্ষায় এই তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বলও করতে পারেন এই ক্রিকেটার। যে কারণে দুই ফরম্যাটেই তাকে খেলনোয় চোখ কোচের।

ল্যাঙ্গার বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে সে কয়েক ওভার বল করতে পারলেই সে খেলবে, কারণ আমরা সেভাবেই দল সাজাবো। সাদা বলে তাঁর তেমন অভিজ্ঞতা নেই, তাকে ব্যাটসম্যান হিসেবে খেলানো যাবে যদি সে কয়েক ওভার বল করতে পারে। আমার ধারণা তাঁর মাঝে ভালো একজন সম্ভাবনা আছে।’

ওয়ানডেতে ব্যাটিংয়ের পাশাপাশি বল করতে হলেও টেস্ট ক্রিকেটে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলাতে চান ল্যাঙ্গার। তাঁর ব্যাটিং দেখতেও বেশ ভালো লাগে বলে জানিয়েছেন দলটির কোচ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও টেস্ট ক্রিকেট ভিন্ন। তবে সে ব্যাটিংয়ের জন্যই টেস্ট ক্রিকেটের দলে সুযোগ পেয়েছে। তাঁর ব্যাটিং দেখতে আমার ভালো লাগে। টেলান্ডারে সে লম্বা সময় ব্যাট করতে পারবে।’

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পর তাকে নিয়ে অনেকেই আশার কথা শুনিয়েছেন। যেখানে শেফিল্ড শিল্ডে গ্রিনের ১৯৭ রানের ইনিংসকে রিকি পন্টিংয়ের পর সেরা ইনিংস হিসেব বর্ননা করেছেন অস্ট্রেলিয়ান বিংবদন্তী গ্রেগ চ্যাপেল।