বরুণকে ‘নিষ্ক্রিয়’ করে রাখতে চায় নিউজিল্যান্ড

বরুণ চক্রবর্তী, আইসিসি

নিউজিল্যান্ড-ভারতের ফাইনালের আগেও তাই স্পিন বিভিন্ন জল্পনা কল্পনা চলছে। আলোচনায় আছেন ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীও। তাকে ঘিরেই ভারত নিউজিল্যান্ড বধের পরিকল্পনা সাজাতে পারে সেটা প্রায় নিশ্চিত।
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
11 Mar 25
নিজিল্যান্ডও থেমে নেই। তারা কীভাবে বরুণকে মোকাবেলা করা যায় সেই পথ খুঁজছেন। এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। ভারত তাদের প্রথম দুই ম্যাচে তিন স্পিনার খেলিয়েছে। আর পরের দুই ম্যাচে দলটিতে খেলেছেন চার স্পিনার।

ফাইনালের আগে ভারতের স্পিন আক্রমণ নিয়ে স্টেড বলেছেন, 'আমাদের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪২ রানে ৫ উইকেট নেওয়ার পর অবশ্যই আমরা ধারণা করছি যে, (ফাইনালে) সে খেলবে। আর সেভাবেই আমরা পরিকল্পনা করব।'
সান্টনার-রাচিনরা খেলবেন আইপিএলে, কিউইদের অধিনায়ক ব্রেসওয়েল
11 Mar 25
চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষেই প্রথম ম্যাচ খেলেন বরুণ। সেই ম্যাচে ক্যারিয়ার সেরা ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন। সেটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ। ভারতের দেয়া ২৪৯ রানের জবাবে খেলতে নামা কিউইদের প্রায় একাই গুঁড়িয়ে দেন ২০৫ রানে।
এরপর সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানে বরুণ নিয়েছেন ২ উইকেট। আউট করেছেন ভারতের যম ট্রাভিস হেডকেও। বরুণের বোলিংকে সমীহ করে স্টেড বলেছেন, 'খুব ভালো বোলার সে, কোনো সন্দেহ নেই। আগের ম্যাচে আমাদের বিপক্ষে সে তার দক্ষতা দেখিয়েছে এবং সে বড়, অনেক বড় হুমকি। তাই আমরা কীভাবে তাকে নিষ্ক্রিয় রাখতে পারি এবং কীভাবে তার বিপক্ষে রান করতে পারি, তা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করব আমরা।'