অধিনায়কত্ব নিয়ে ফাইনালের পর রোহিতের সঙ্গে বৈঠকে বসবে বিসিসিআই

অধিনায়কত্ব নিয়ে ফাইনালের পর রোহিত শর্মার সঙ্গে বৈঠকে বসবে বিসিসিআই, ফাইল ফটো

এমনটি জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের পরই টেস্ট এবং ওয়ানডের অধিনায়কত্ব থেকে রোহিতকে সরিয়ে দেয়ার বিষয়ে কঠিন আলোচনা হতে পারে। অস্ট্রেলিয়া সফরের পরই অবশ্য রোহিতের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআইয়ের নির্বাচক প্রধান অজিত আগারকার।
২০২৭ বিশ্বকাপেও খেলবেন রোহিত, বিশ্বাস পন্টিংয়ের
20 mins ago
সেই বৈঠকে রোহিত নিজেও ভারতীয় ক্রিকেট দলের নতুন রোডম্যাপ তৈরিতে সম্মতি জানান। সেই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স ট্রফির পরও তার সঙ্গে বৈঠকে বসা হবে। ৩৭ বছর বয়সী রোহিত অবসর নেবেন কিনা, বা খেললে কতদিন খেলবেন, সেটি নিয়েও জানতে চাওয়া হবে তার কাছে।

টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, ‘রোহিত এখনো বিশ্বাস করেন, তার ভেতরে আরও ক্রিকেট অবশিষ্ট আছে। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার বিষয়ে তাঁকে জানাতে বলা হয়েছে। অবসর নেয়া তার সিদ্ধান্ত, কিন্তু অন্য একটি আলোচনাও আছে, সেটা তাঁর অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে। বিশ্বকাপের প্রস্তুতি নিতে দলে একজন স্থায়ী অধিনায়ক দরকার, সেটা রোহিতও বোঝেন। কোহলির সঙ্গেও কথা হয়েছে। তবে তাঁকে ঘিরে অতটা শঙ্কা নেই।’
বিদেশে পরিবার সঙ্গে নেয়ার নিয়মে পরিবর্তন আনল বিসিসিআই
19 Feb 25
সেই সূত্র সংবাদমাধ্যমটিকে আরও বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর রোহিতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে বোর্ড। যদি কোনো কারণে তিনি অবসর নেন, তাহলে বোর্ড সে অনুযায়ী যা করার করবে। এটা বিবেচনার বাইরে রাখা যায় না যে গত জুনেই তিনি টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন এবং চ্যাম্পিয়নস ট্রফিতেও ভালো অধিনায়কত্ব করেছেন।’
সাধারণত আইপিএল শুরুর আগে খেলোয়াড় ধরে রাখার বার্ষিক তালিকা প্রকাশ করে বিসিসিআই। এবার সেটির ব্র্যাতয় ঘটেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের অপেক্ষা করছে বোর্ড। কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে আছে সেটিও পুনর্মূল্যায়ন করতে চায় বিসিসিআই।