ওয়ানডে থেকে অবসরে স্টিভ স্মিথ

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে স্টিভ স্মিথ, ফাইল ফটো

অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরিতে থাকার কারণেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্বের মশাল হাতে নিয়ে এসেছিলেন স্মিথ। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৯৬ বলে ৭৩ রানের ইনিংসও খেলেছিলেন তিনি। কিন্তু দল জেতানোর জন্য যথেষ্ট ছিল না তার এই ইনিংস।
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
12 Mar 25
ওয়ানডে ছাড়ার ঘোষণা দিয়ে স্মিথ বলেন, 'এটা একটা অসাধারণ যাত্রা ছিল এবং আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক অসাধারণ সময় এবং অসাধারণ স্মৃতি ছিল। দুটি বিশ্বকাপ জেতা এবং সেই সাথে অনেক দুর্দান্ত সতীর্থও এই যাত্রা ভাগ করে নিয়েছিলেন। এখন ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করার জন্য দারুণ একটি সুযোগ এসেছে।'

'তাই মনে হচ্ছে এটিই সরে দাঁড়ানোর সেরা সময়। টেস্ট ক্রিকেট এখনও একটি অগ্রাধিকার এবং আমি সত্যিই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, শীতকালে ওয়েস্ট ইন্ডিজ এবং তারপর ঘরের মাঠে ইংল্যান্ডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার মনে হয় এই পর্যায়ে আমার এখনও অনেক অবদান রাখার আছে (সাদা পোশাকে)।'
অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার
13 Mar 25
অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন স্মিথ। দলটির হয়ে ১৭০ ওয়ানডেতে পাঁচ হাজার ৮০০ রান করেছেন কিংবদন্তি এই ক্রিকেটার। গড় ৪৩.২৮। স্ট্রাইক রেট ৮৬.৯৬। ৩৫টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ১২টি সেঞ্চুরিও আছে তার নামের পাশে।
২০১০ সালের ফেব্রুয়ারিতে মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় স্মিথের। সময়ের পরিক্রমায় বিশ্বের অন্যতম সেরা ব্যাটারে পরিণত হন 'লেগ স্পিনার' হিসেবে ক্যারিয়ার শুরু করা এই ক্রিকেটার।