ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানোয় আইসিসির কাছে ব্যাখ্যা চায় পাকিস্তান

অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় ভারতের জাতীয় সংগীত ছাড়ে আইসিসি, ফাইল ফটো

ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এই ম্যাচের আগে নিয়ম অনুযায়ী প্রথমে যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানোর সময়ই ভুলটা করে আইসিসি। যা একেবারেই ভালোভাবে নেয়নি পিসিবি।
পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি
11 Mar 25
ভারতের গণমাধ্যম ক্রিকইনফো জানায়, পিসিবি এই ভুলে চরম অসন্তুষ্ট এবং এর জন্য তারা সরাসরি আইসিসিকেই দায়ী করেছে। পিসিবির এক কর্মকর্তা ক্রিকইনফোকে বলেন, যেহেতু এটি আইসিসির টুর্নামেন্ট, তাই আইসিসি নিজেই জাতীয় সঙ্গীতের প্লে-লিস্ট প্রস্তুত করেছে এবং বাজিয়েছে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হওয়ায় পাকিস্তানে নেই ভারতীয় দল। নিজেদের ম্যাচগুলো দুবাইতে খেলছে ভারত। যেহেতু পাকিস্তানে কোনো ম্যাচ খেলছে না ভারত, তাহলে তাদের জাতীয় সঙ্গীত প্লে-লিস্টে রাখার কারণ কী, এমনটাও জানতে চেয়েছে পিসিবি।
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
10 hrs ago
এর আগে দুবাইতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সম্প্রচার ক্রিনের এক কোনায় টুর্নামেন্টের লোগো থেকে পাকিস্তানের নাম সরিয়ে ফেলায় ক্ষুব্ধ হয়েছিল পিসিবি। আইসিসির কাছে সেটির ব্যাখ্যাও চেয়েছিল সংস্থাটি।
তাদের মতে, এমন ভুলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানকে ছোট করা হচ্ছে। আইসিসি অবশ্য এখনই পিসিবিকে কোনও জবাব দেয়নি। এমনকি আগের ব্যাখ্যার জবাবও তারা এখনও দেয়নি।