promotional_ad

কিউইদের টি-টোয়েন্টি দলে নতুন মুখ জ্যাকবস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বেভন জ্যাকবস, নিউজিল্যান্ড ক্রিকেট
কদিন পরেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বেভন জ্যাকবস। এই হার্ড হিটার নিউজিল্যান্ড একাদশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ ওভারের ম্যাচে সুযোগ পেয়েছিলেন লিঙ্কনে। তবে সেই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি।

promotional_ad

কদিন আগেই আইপিএলের নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে ভিড়িয়েছে। সম্প্রতি নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ৬ ইনিংসে ১৩৪ রান করেছেন তিনি। তাও আবার ১৮৮.৭৩ স্ট্রাইক রেটে। প্রতিটি ম্যাচেই খেলেছেন ফিনিশার হিসেবে। সেখানে নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।


এদিকে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি আছেন পেসার জ্যাকারি ফকস, উইকেটরক্ষক মিচেল হেই ও টপ অর্ডার ব্যাটার টিম রবিনসন। এর মধ্যে ফকস ও রবিনসনের অভিষেক হয়েছে চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে। হেই নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন অভিষেক ম্যাচ।


এই সিরিজেও নিউজিল্যান্ডের কিপিং গ্লাভস উঠতে যাচ্ছে হেইয়ের হাতে। এমনকি ওয়ানডে দলেও টম লাথামের বিকল্প হিসেবে সুযোগ পেয়েছেন তিনি। ওয়ানডে দলে ফিরেছেন উইল ইয়ং ও উইল ও'রুর্কি। তবে টেস্টের ব্যস্ত সূচির কারণে টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেয়া হয়েছে ও'রুকিকে।


এই সিরিজ দিয়ে সাদা বলের ক্রিকেটে ফিরছেন রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও ম্যাট হ্যানরি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের কথা মাথায় রেখে তাদের শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছিল। চোটের কারণে এই সিরিজের দলে নেই বেন সিয়ার্স ও কাইল জেমিসন।


promotional_ad

নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ ডিসেম্বর। আর সিরিজের বাকি দুই ম্যাচ ৩০ ডিসেম্বর ও ২ জানুয়ারি। আর ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জানুয়ারি থেকে। সিরিজের বাকি দুই ওয়ানডে ৮ ও ১১ জানুয়ারি।


নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড-


মিচেল স্যান্টনার (অধিনায়ক), মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফকস, মিচেল হেই, ম্যাট হ্যানরি, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, টিম রবিনসন ও ন্যাথান স্মিথ।


নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড-


মিচেল স্যান্টনার (অধিনায়ক), মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচেল হেই, ম্যাট হ্যানরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও'রুকে, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, ন্যাথান স্মিথ ও উইল ইয়ং।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball