promotional_ad

সাদা পোশাকে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জ্যোতি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সেঞ্চুরির পর নিগার সুলতানা জ্যোতি, বিসিবি
ইতিহাসে নাম লেখালেন নিগার সুলতানা জ্যোতি। নারী ক্রিকেটের দীর্ঘ পরিসরের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। নারী ক্রিকেটারদের নিয়ে চলছে মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগ টুর্নামেন্ট। সেখানেই নর্থ জোনের বিপক্ষে সেন্ট্রাল জোনের হয়ে এ দিন ১৫৩ রানের ইনিংস খেলেন তিনি।

promotional_ad

জ্যোতির ২৫৬ বলের ইনিংসটি সাজানো ছিল ২০ চার ও ২ ছক্কায়। এর মধ্যে দিয়েই তিনি বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির গৌরব অর্জন করেন। জ্যোতির সেঞ্চুরিতে ভর করে নর্থ জোনের বিপক্ষে বড় লিড নিয়েছে সেন্ট্রাল জোন।


নর্থ জোনের বিপক্ষে বড় লিড নিয়েছে সেন্ট্রাল জোন। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছিল নর্থ জোন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। তিনি ২৪৬ বলে ৮৬ রান করে আউট হন।


promotional_ad

সেই সঙ্গে রিতু মনির ১২১ বলে ৫৭ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় দলটি। সেন্ট্রাল জোনের হয়ে ৪৮ রানে ৭ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। মূলত তার আঁটসাঁট বোলিংয়ের কারণেই নর্থ জোনের ইনিংস খুব একটা বড় হতে পারেনি।


জবাবে খেলতে নেমে মুর্শিদা খাতুনের ৬৬ ও ফারজানা লিসার ৬০ রানের সুবাদে দারুণ শুরু পায় সেন্ট্রাল জোন। এদিন চার নম্বরে নেমে শুরুতে ধরে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলে খেলেছেন জ্যোতি। তিনি অপরাজিত থাকা অবস্থাতেই ৩৮৭ রান করে ইনিংস ঘোষণা করে সেন্ট্রাল জোন।


শেষদিকে নেমে স্বর্ণা আক্তার ৩৮ ও নাহিদা ৩৪ রান করে আউট হন। পরের দুই ব্যাটার দিশা বিশ্বাস ও মুমতা হেন আউট হয়েছেন শূন্য রানে। নর্থ জোনের হয়ে ১১৩ রানে ৬ উইকেট নিয়েছেন জান্নাতুল ফেরদৌস। আর একটি উইকেট গেছে রিতুর ঝুলিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball