|| ডেস্ক রিপোর্ট ||
সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে সবশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ২৯ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন মারুফ মৃধা। এক বছরের ব্যবধানে আরও একবার যুব এশিয়া কাপ খেলার সুযোগ পাচ্ছেন বাঁহাতি এই পেসার। মারুফকে রেখেই ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মারুফের পাশাপাশি সবশেষ যুব দল থেকে এবারও এশিয়া কাপে যাচ্ছেন ইকবাল হোসেন ইমন, আশরাফুজ্জামান বরেণ্য, শিহাব জেমস এবং রাফি উজ জামান রাফি। সবশেষ ফাইনালে ১৫ রানে ২ উইকেট নিয়েছিলেন পেসার ইকবাল। এদিকে বল হাতে বেশ ছন্দে আছেন মারুফ। জাতীয় ক্রিকেট লিগে নিজের অভিষেক ম্যাচেই ঢাকা মেট্রোর হয়ে ১১.২ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৬ উইকেট নিয়ে রাজশাহীর ব্যাটিং অর্ডারে ধস নামান তিনি।
কদিন আগে বাংলাদেশের হয়ে ইমার্জিং এশিয়া কাপেও খেলেছেন মারুফ। আরেক পেসার ইমন গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী টায়ার একাডেমির হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেট খেলেছেন। পুরনো বেশ কয়েকজনকে স্কোয়াডে রাখা হলেও যুব এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ২ ম্যাচে ৯৩ রান করেছিলেন তিনি।
সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে জাওয়াদ আবরারকে। ৩ ম্যাচে তরুণ এই ব্যাটার করেছিলেন ১০৭ রান। জাওয়াদের সঙ্গে টপ অর্ডারে দেখা যাবে ২ ম্যাচে ১২৯ রান করা রিফাত বেগকে। তবে পুরো সিরিজে সবচেয়ে বেশি ১৪৪ রান করা কালাম সিদ্দিকী অ্যালিনকে রাখা হয়নি মূল স্কোয়াডে। রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যাবেন কালাম।
স্কোয়াডের বাকি সদস্যরা হলেন সামিউন বশির রাতুল, স্পিনার দেবাশীষ সরকার দেবা, পেসার আল ফাহাদ, উইকেটকিপার ব্যাটার ফরিদ হাসান ফয়সাল, রিজান হোসেন এবং সাদ ইসলাম রাজিন। স্ট্যান্ডবাই হিসেবে আছেন শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত ও সানজিদ মজুমদার।
যুব এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখান তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল। ২৯ নভেম্বর দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবেন বাংলাদেশের যুবারা। পরবর্তীতে ১ ডিসেম্বর নেপাল ও ৩ ডিসেম্বর টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২৯ নভেম্বর শুরু হওয়া টুর্নামেন্ট শেষ হবে ৮ ডিসেম্বর।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড- জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।
স্ট্যান্ডবাই- কালাম সিদ্দিকী অ্যালিন (ট্রাভেলিং রিজার্ভ), শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।