ওয়েস্ট ইন্ডিজ- বাংলাদেশ সিরিজ

বাংলাদেশকে হারিয়ে জয় দিয়ে বছর শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 08:52 বৃহস্পতিবার, 21 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন আন্দ্রে কোলি। আগেই জানিয়েছেন তারুণ্যনির্ভর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না তিনি। তবে বাংলাদেশকে হারিয়ে জয় দিয়েই বছর শেষ করতে চান ক্যারিবিয়ান এই কোচ।

গত ১০ বছরের মধ্যে চতুর্থবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফর করছে বাংলাদেশ। আগের তিন সফরে ছয় টেস্টে একটি জয়ও নেই বাংলাদেশের। এমনকি ম্যাচ ড্র'ও করতে পারেনি লাল- সবুজের দল।

তুলনামূলক নড়বড়ে দলটির বিপক্ষে জিতে পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যেতে চান কোলি। শেষবারের বাংলাদেশ সফরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাটিতে সিরিজের আগে সেই ফলাফলকেই অনুপ্রেরণা মানছেন কোলি।

ক্রিকবাজকে তিনি বলেন, 'খুব গুরুত্বপূর্ণ (জয় দিয়ে বছর শেষ করা)। কারণ সাউথ আফ্রিকা সিরিজের হতাশাজনক পারফরম্যান্স থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আগে (প্রস্তুতি ম্যাচে), প্রথম তিন বা চার দিন বৃষ্টির কারণে ব্যাহত হয়েছিল এবং আমরা তখন অ্যান্টিগার মাটিতে বেশ কয়েকটি ভালো সেশন পার করতে সক্ষম হই। প্রত্যেকেই ভালো অবস্থার মধ্যে রয়েছে এবং প্রত্যেকেই ফিট এবং খেলার উপযোগী।

'প্রত্যেক খেলোয়াড়েরই সুযোগ রয়েছে। আমাদের এখানে এমন খেলোয়াড় আছে যারা বাংলাদেশের বিপক্ষে হোম বা অ্যাওয়ে খেলেছে এবং সেই সিরিজগুলো জিতেছে। আপনি জানেন খেলোয়াড়রা একে অপরের সাথে পরিচিত এবং আমাদের কিছু নতুন খেলোয়াড় আছে যারা এই সিরিজগুলোর কোনোটিতেই খেলেনি।'

বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অবশ্য তেমন কিছুই পাওয়ার নেই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের। পয়েন্ট টেবিলে যথাক্রমে অষ্টম এবং নবম স্থানে আছে দল দুটি।