|| ডেস্ক রিপোর্ট ||
হাসান মাহমুদের বল বুঝতে পুরোপুরি ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত একাদশের অধিনায়ক এবং ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। ইনিংসের চতুর্থ বলেই তাকে দারুণ এক ডেলিভারিতে সাজঘরে ফেরান হাসান। স্কোরবোর্ডে কোনও রান তোলার আগেই ক্যারিবিয়ানদের পড়ে যায় এক উইকেট। প্রথমদিনে বাংলাদেশের বোলাররা করতে পেরেছেন কেবল দুই ওভার। নাহিদ রানা ২য় ওভারে দিয়েছেন ৫ রান। আর ৫ রানে এক উইকেট হারিয়ে এবং বাংলাদেশের থেকে ২৪৮ রানে পিছিয়ে থেকে ২ দিনের প্রস্তুতি ম্যাচের ১ম দিন শেষ করে ক্যারিবিয়ানরা।
এর আগে বাংলাদেশ করে সব উইকেট হারিয়ে ২৫৩ রান। যদিও লিটন দাস, জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন, বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান করা তিন ব্যাটার মাঠ ছেড়েছেন নিজেদের ইচ্ছায়, রিটায়ার্ড হার্ট হয়ে। তবে আফসোসের নাম আবারও টপ অর্ডার।
২২ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, আর তার আগে প্রস্তুতি ম্যাচেও সুবিধা করতে পারেননি বাংলাদেশের ওপেনার ব্যাটাররা। অপরিচিত বোলারদের সামনেও দেখা গেছে ছন্দহীন জয়-জাকিরদের।
মাহমুদুল হাসান জয় আউট হয়েছেন মাত্র ১৯ বলে ৮ রান করে। শ্যারন লুইসের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। একই ভাবে আউট হন আরেক ওপেনার জাকির হাসান। ৩৪ বলে তিনি করেন ১৫ রান। মুমিনুল হক ৫৮ বলে ৩১ এবং শাহাদাত হোসেন দিপু ৩০ বলে ২৫ রান করলেও ইনিংস বড় করতে পারেননি কেউই।
তবে রানের দেখা পায় বাংলাদেশের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা। বাংলাদেশের ইনিংসে সব থেকে বেশি বল খেলেছেন সদ্য অভিষিক্ত জাকের আলী অনিক। ১১০ বল খেলে এই ব্যাটার করেছেন ৪৮ রান। যদিও অর্ধশতক না করেই স্বেচ্ছায় উঠে যান মাঠ থেকে। স্বেচ্ছায় মাঠ ছাড়েন লিটন এবং অঙ্কন দুজনই। তারা করেন যথাক্রমে ৫৩ বলে ৩১ এবং ৮৭ বলে ৪১ রান।
প্রস্তুতি ম্যাচে রানের খরায় ভুগেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। চাইল্ড হোল্ডারের বল বুঝেই উঠতে পারেননি এই টাইগার অলরাউন্ডার। উইকেট হারান উইকেটরক্ষক টেভিন ইমলাচের করা স্টাম্পিংয়ে। এর পর হাসান মাহমুদ আউট হন শূণ্য এবং তাসকিন আউট হন ৭ রান করে। ২৩ বলে ১৫ রান করা তাইজুল ইসলাম থাকেন অপরাজিত।
জাকের আলীর ৪৮, অঙ্কনের ৪১ রানের ইনিংসের উপর ভর করে বাংলাদেশের মোট সংগ্রহ দাড়ায় ২৫৩ রান। আর এই রান টপকানোর টার্গেট নিয়ে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনে প্রথম আঘাতটা হানেন হাসান, সেটিও ইনিংসের প্রথম ওভারেই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে অ্যান্টিগায়। আর সেখানেই মূল ম্যাচের আগে শুরু হয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ, সেটিও ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত একাদশের বিপক্ষে।