বোর্ডার-গাভাস্কার সিরিজ

'অস্ট্রেলিয়ার বিপক্ষে একটির বেশি ম্যাচ জিতবে না ভারত'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:56 বৃহস্পতিবার, 07 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। সেই দুঃস্মৃতি তরতাজা রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত। আসন্ন এই সিরিজে ভারতের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে তাদের টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে খেলার ভাগ্য।

যদিও এই সিরিজে ভারত একটির বেশি ম্যাচ জিততে পারবে না বলে মনে করেন অজি ক্রিকেট গ্রেট রিকি পন্টিং। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আর কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে দুই নম্বরে নেমে গেছে টিম ইন্ডিয়া।

সব মিলিয়ে ভারতের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। বিশেষ করে বিরাট কোহলি-রোহিত শর্মাদের ফর্ম ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে বোর্ডার-গাভাস্কার সিরিজের আগে প্রচুর চাপে রয়েছে ভারত। এত চাপ সামলে ভারত ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ভবিষ্যদ্বাণী করে পন্টিং বলেছেন, ‘আমার মনে হয়, ভারত পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে কোথাও একটি টেস্ট জিতবে৷ আমি মনে করি, অস্ট্রেলিয়া হয়তো একটু বেশি গোছানো দল, কিছুটা বেশি অভিজ্ঞ এবং আমরা জানি, ঘরের মাঠে তাদের হারানো খুব কঠিন৷ তাই আমি ৩-১ এই থাকব।’

গত আগস্টেই পন্টিং জানিয়েছিলেন এবার বোর্ডার গাভাস্কার সিরিজে জিতবে অজিরাই। সেই সময়ও তিনি ৩-১ ব্যবধানের কথা উল্লেখ্য করেছিলেন। এবারও নিজের পুরোনো কথাতেই আছেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল এই অধিনায়ক।

চোটের কারণে আসন্ন অস্ট্রেলিয়া সফরে নেই ভারতীয় পেসার মোহাম্মদ শামি। এই পেসারের না থাকাকে অস্ট্রেলিয়ার জন্য সুবিধা মানছেন পন্টিং। সেই সঙ্গে অজিদের ২০ উইকেট নেয়াটাই ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলে মনে করেন পন্টিং।

পন্টিং বলেছেন, 'শামি না থাকায় ভারতের বোলিং আক্রমণে একটা বড় ফাঁক তৈরি হয়েছে। আগস্ট থেকে শামি ফিরবে কি ফিরবে না তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। আমার মনে হয়ে টেস্টে ২০ উইকেট নেওয়াটাই ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে ব্যাটিং ভাল করবে ভারত। ওদের উপরের দিকের ব্যাটাররা যথেষ্ট পারদর্শী। কিন্তু সমস্যা হবে বোলিংয়ে।'